Jio, Airtel’কে চ্যালেঞ্জ জানিয়ে এবার Tata’র সাথে চুক্তি BSNL’র! এবার কি আরও সস্তায় মিলবে 4G?

বাংলাহান্ট ডেস্ক : গত ৩ জুলাই থেকে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল ও ভোডাফোন। প্রত্যেকটি রিচার্জে দাম বৃদ্ধি পেয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। এই আবহে অনেকেই নিজেদের মোবাইল নম্বর পোর্ট করে চলে যাচ্ছেন বিএসএনএলে (BSNL)। অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় বিএসএনএলকে (Bharat Sanchar Nigam Limited) সমর্থন করার দাবি তুলেছেন।

BSNL’র (Bharat Sanchar Nigam Limited) চুক্তি হচ্ছে Tata’র (Tata Consultancy Service) সাথেই

এই পরিস্থিতিতে বিএসএনএলকে (Bharat Sanchar Nigam Limited) নিয়ে উঠে আসছে বড় খবর। সূত্রের খবর, প্রায় ১৫ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বিএসএনএল ও টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Service) বা টিসিএস’র মধ্যে। জানা যাচ্ছে, প্রায় এক হাজার গ্রামে ফোরজি পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চালাবে বিএসএনএল ও টাটা।

আরোও পড়ুন : বিনা মেঘে বজ্রপাত! ‘তেঁতুলপাতা’ আসতেই শেষ হচ্ছে জলসার এই জনপ্রিয় ধারাবাহিক!

একটা সময় দেশের টেলিকম বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল সরকারি টেলিকম সংস্থা BSNL-এর (Bharat Sanchar Nigam Limited)। তবে ধীরে ধীরে বাজার দখল করতে শুরু করে বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, এয়ারসেল, টাটা ডোকোমোর মতো সংস্থা। তবে ভারতে ফোরজি যুগ শুরু হতে বদলে যায় টেলিকম মানচিত্র।

আরোও পড়ুন : পাঁপড়-জিলিপি ছাড়া রথযাত্রা? অসম্ভব! দেখুন, ওইদিন ‘এই’ খাবার চেখে দেখার আসল কারণ কী

ভারতের টেলিকম বাজারে রাজ করতে শুরু করে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Reliance Jio)। এই আবহে বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জের (Recharge Plan) দাম বৃদ্ধি করতে শুরু করলে অনেকেই ঝুঁকতে শুরু করেছেন সরকারি সংস্থা বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) দিকে।

এই আবহে বিএসএনএল টাটার সাথে যৌথভাবে চুক্তি করে নিজেদের ফোরজি পরিষেবা আরো শক্তিশালী করতে চলেছে। জানা যাচ্ছে, দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণ করতে চলেছে টাটা। এর ফলে আরও শক্তিশালী হবে বিএসএনএলের ফোরজি নেটওয়ার্ক। বিএসএনএল গোটা দেশজুড়ে ইন্সটল করেছে প্রায় ৯ হাজার 4জি নেটওয়ার্ক।

Now BSNL has brought this exciting plan.

আগামী দিনে সেটি ১ লক্ষ পর্যন্ত বৃদ্ধি করতে চায় তারা। ভোডাফোন, এয়ারটেল, জিও রিচার্জের মূল্য বাড়ালেও বিএসএনএল সেই পথে এখনো হাঁটেনি। তাই অনেক টেলিকম গ্রাহক পোর্ট করে বেছে নিচ্ছেন বিএসএনএল। এই আবহে যদি বিএসএনএলের 4G নেটওয়ার্ক আরো শক্তিশালী হয় তাহলে আরো বেশি গ্রাহক আকৃষ্ট হবেন বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর