গ্রাহকদের এবার ঝটকা দিতে চলেছে BSNL, শীঘ্রই বন্ধ হচ্ছে সস্তার এই প্ল্যান

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি নিজেদের রিচার্জ প্ল্যানের মূল্য বাড়িয়েছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলো। Jio, Airtel ও Vi-র রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়ার কারণে বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছে গ্রাহকদের। এই দুর্মূল্যের বাজারে একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস, আর অন্যদিকে এই রিচার্জের দাম বেড়ে যাওয়ায় বেশ সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের।

তবে দেখা গিয়েছিল, BSNL-এ বেশ সস্তায় একটি রিচার্জ প্ল্যান ছিল। যাতে করে অনেকেই Jio, Airtel ও Vi- পরিষেবা বাদ দিয়ে BSNL-র পোর্ট করার কথাও ভেবেছিলেন। তবে এই পরিস্থিতিতে গ্রাহকদের ঝটকা দেওয়ার মত এক খবর দিল BSNL। যা শুনে আবারও বড় ধাক্কা পেল গ্রাহকরা।

IMG 20210101 213810

দীর্ঘমেয়াদি একটি প্ল্যান বন্ধ করতে চলেছে BSNL। এমন একটি প্রিপেইড প্ল্যান ছিল যেখানে একবার রিচার্জ করলেই ৪২৫ দিন নিশ্চিন্ত থাকতে পারতেন গ্রাহকরা। এর মাঝে আর রিচার্জের কোন প্রয়োজন হত না। এই প্ল্যানে গ্রাহকরা ২৩৯৯ টাকার রিচার্জে দৈনিক ১০০ টি SMS, আনলিমিটেড কলিং দৈনিক ৩ GB হাই-স্পিড ডেটা পেতেন গ্রাহকরা। বৈধতা ছিল ৪২৫ দিন। সঙ্গে ছিল ইরোস নাউ এন্টারটেইনমেন্টের সাবস্ক্রিপশনও।

এবার এই সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করতে চলেছে BSNL। আগামী ৩১ শে ডিসেম্বর থেকেই বন্ধ হয়ে যাবে এই প্ল্যান। সেক্ষেত্রে যেসকল গ্রাহকরা Jio, Airtel ও Vi ছেড়ে BSNL-এ পোর্ট করার ভাবছিলেন, তাঁরা অনেক সমস্যায় পড়তে চলেছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর