বাংলা হান্ট ডেস্ক: যখন থেকে Jio, Airtel এবং Vi-র মতো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে তখন থেকেই প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে ওই সংস্থাগুলির গ্রাহকেরা। শুধু তাই নয়, রিচার্জ প্ল্যানের এহেন দাম বৃদ্ধির জেরে অনেকেই আকৃষ্ট হয়েছেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর দিকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রাইভেট টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানে বিপুল বৃদ্ধির পরেই ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে ক্রমাগত সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান উপলব্ধ করছে BSNL। যার জেরে আকৃষ্ট হচ্ছেন গ্রাহকেরা। এমতাবস্থায়, গ্রাহকদের স্বস্তি দিতে BSNL তার লিস্টে একাধিক দীর্ঘমেয়াদী প্ল্যান যুক্ত করেছে।
দুর্দান্ত প্ল্যান সামনে আনল BSNL (Bharat Sanchar Nigam Limited):
তাই, আপনিও যদি একজন BSNL (Bharat Sanchar Nigam Limited) গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই প্রতিবেদনে আজ আমরা আপনাকে BSNL-এর এমন একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান সম্পর্কে জানাবো যেখানে আপনি 105 দিনের দীর্ঘ ভ্যালিডিটির সুবিধা পাবেন। পাশাপাশি, BSNL-এর এই প্ল্যানের মাধ্যমে আপনি বিনামূল্যে কল করার পাশাপাশি ডেটার সুবিধাও পেয়ে যাবেন।
BSNL-এর একাধিক দীর্ঘমেয়াদী প্ল্যান রয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BSNL (Bharat Sanchar Nigam Limited) এখন একমাত্র টেলিকম সংস্থা যেটি তার গ্রাহকদের সবথেকে কম মূল্যে দীর্ঘ ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান উপলব্ধ করছে। BSNL-এর একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। যেগুলির ভ্যালিডিটি 70 দিন থেকে 395 দিন পর্যন্ত রয়েছে। এমতাবস্থায়, আপনি আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী যেকোনও প্ল্যান বেছে নিতে পারেন।
আরও পড়ুন: অপরিশোধিত তেলের দামে ফের বৃদ্ধি! এবার দেশে বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্য? জানুন লেটেস্ট আপডেট
BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর গ্রাহকদের জন্য 666 টাকার একটি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সেরা অপশন যাঁরা কম দামে দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যানের খোঁজ করেন। BSNL গ্রাহকদের 666 টাকার এই প্ল্যানে 105 দিনের দীর্ঘ ভ্যালিডিটি প্রদান করছে। এই প্ল্যানে আপনি যেকোনও নেটওয়ার্কে ফ্রি কল করতে পারবেন।
আরও পড়ুন: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, মৃতের সংখ্যা একাধিক
BSNL-এর প্ল্যানে মিলবে ভরপুর ডেটা: আমরা যদি BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর এই প্ল্যানের ডেটা সুবিধার কথা বলি, সেক্ষেত্রে এতে গ্রাহকদের 210 GB ডেটা দেওয়া হয়। যেখানে আপনি প্রতিদিন 2 GB ডেটা ব্যবহার করতে পারবেন। এমতাবস্থায়, আপনি যদি অন্যান্য টেলিকম সংস্থাগুলির 2GB-র ডেটার ব্যয়বহুল প্ল্যান এড়িয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি BSNL-এর এই লেটেস্ট অফারটি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। জানিয়ে রাখি যে, এই প্ল্যানে শুধুমাত্র ফ্রি কলিং এবং ডেটা নয়, পাশাপাশি, এই প্ল্যানে আপনি প্রতিদিন ১০০ টি ফ্রি SMS-এর সুবিধাও পাবেন।