নতুন বছরেই চরম পদক্ষেপের পথে BSNL! মাথায় হাত কর্মচারীদের

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) BSNL-এ দ্বিতীয় VRS বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রকের অনুমোদন চাইবে।

বিরাট ছাঁটাইয়ের পথে BSNL (Bharat Sanchar Nigam Limited):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর আসল উদ্দেশ্য এই সরকারি টেলিকম অপারেটরের কর্মচারীর সংখ্যা ৩৫ শতাংশ কমানো এবং এর ব্যালেন্স শিট উন্নত করা। মিডিয়া রিপোর্ট অনুসারে, ইতিমধ্যেই BSNL (Bharat Sanchar Nigam Limited) ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট স্কিম (VRS) শুরু করার জন্য ব্যয় মেটাতে নর্থ ব্লক থেকে ১৫,০০০ কোটি টাকা চেয়েছে।

Bharat Sanchar Nigam Limited is going to take extreme step.

ET-র রিপোর্ট অনুসারে, BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর বোর্ড VRS-এর মাধ্যমে কোম্পানির ১৮ থেকে ১৯,০০০ কর্মচারীর সংখ্যা কম করার জন্য টেলিকমিউনিকেশন বিভাগের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। এর ফলে ওই সংস্থার ব্যালেন্স শিটে উন্নতি ঘটবে। জানিয়ে রাখি যে, RTI অনুসারে, ৩০ জুন, ২০২৪ পর্যন্ত, BSNL-এর কর্মচারীর সংখ্যা হল ৫৬,৮২০।

আরও পড়ুন: বাঘের আতঙ্কের মধ্যেই এবার “এন্ট্রি” লেপার্ডের! ঘুম উড়ল বন দফতরের, ভয়ে সিঁটিয়ে গ্রামবাসীরা

এমতাবস্থায়, সরকারি মালিকানাধীন এই টেলিকম কোম্পানিটি তার কর্মচারীদের বেতনের জন্য প্রায় ৭,৫০০ কোটি টাকা ব্যয় করে। যেটি ওই সংস্থার রেভিনিউর প্রায় ৩৮ শতাংশ। তবে, এই খরচ কমিয়ে বার্ষিক ৫,০০০ কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে। আর সেই কারণেই টেলিকমিউনিকেশন বিভাগের নির্দেশে কর্মচারীর সংখ্যা কমানোর প্রস্তাব করা হয়েছে। যেটির জন্য অর্থ মন্ত্রক থেকে সবুজ সংকেত পাওয়ার পর মন্ত্রিসভার অনুমোদন পেতে হবে।

আরও পড়ুন: নীতীশের সেঞ্চুরিতে তৈরি হল ইতিহাস! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় হিসেবে গড়লেন দুর্ধর্ষ নজির

গত সোমবার, BSNL (Bharat Sanchar Nigam Limited) বোর্ড তার কর্মীদের বেতনের বিল কমাতে VRS প্রোগ্রামের অনুমোদন করেছে। জানিয়ে রাখি যে, এই সংস্থাটি এখনও জাতীয়ভাবে 4G পরিষেবা চালু করেনি। তবে, BSNL-এর একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে, VRS প্রকল্পটি এখনও অভ্যন্তরীণভাবে আলোচনা করা হচ্ছে এবং এখনও এই প্রসঙ্গে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে BSNL-কে প্রশ্ন করা হলেও কোনও উত্তর মেলেনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর