কলকাতায় এসে গেল BSNL 4G! চাপের মুখে Vi, Jio, Airtel, এই সময়েই মিলবে সার্ভিস

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় দেশের একমাত্র টেলিকম সংস্থা ছিল বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। রাষ্ট্রয়ত্ত্ব এই টেলিকম সংস্থা পরবর্তীকালে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছে। ধীরে ধীরে বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা দখল করে নিয়েছে ভারতের টেলিকম মার্কেট। কিছু বছর আগে রিলায়েন্স জিও ভারতের টেলিকম মানচিত্র বদলে দিয়েছিল।

উন্নত ফোরজি পরিষেবা, অত্যন্ত সস্তার  রিচার্জ প্ল্যান জিওকে দ্রুত ভারতের এক নম্বর মোবাইল অপারেটরে পরিণত করেছে। তারপরই রয়েছে এয়ারটেলের অবস্থান। বর্তমানে যে চারটি টেলিকম সংস্থা ভারতে রয়েছে তার মধ্যে সবথেকে কম গ্রাহক রয়েছে বিএসএনএল-এর। প্রযুক্তিগতভাবে বিএসএনএল অনেকটাই পিছিয়ে থাকার কারণে গত কয়েক বছরে হুহু করে কমেছে গ্রাহক সংখ্যা।

   

আরোও পড়ুন : ভাঙল নিয়ম, ফের তোলপাড় শুরু! ভারতের হেলিকপ্টার উড়ল মলদ্বীপে, উঠছে নয়া অভিযোগ

অনেক গ্রাহক পোর্ট করিয়ে চলে গেছেন অন্য অপারেটরে। তবে এবার কলকাতার গ্রাহকদের জন্য বড় খবর দিচ্ছে বিএসএনএল। এয়ারটেল, জিও, ভি-কে টক্কর দেওয়ার জন্য এবার ফোরজি পরিষেবা নিয়ে এল বিএসএনএল। প্রযুক্তিগতভাবে বিএসএনএলের ফোরজি পরিষেবা লঞ্চ হয়ে গেল কলকাতায়। বর্তমানে গোটা দেশে বিএসএনএলের গ্রাহক সংখ্যা মাত্র ৮৮.০৬ মিলিয়ন। আশা করা যাচ্ছে ফোরজি পরিষেবা চালু হলে ফের একবার গ্রাহকরা ফিরে আসতে পারেন বিএসএনএলে।

আরোও পড়ুন : দেশ জুড়ে ছুটবে একসাথে ১৯ টি বন্দে ভারত! সোনায় সোহাগা এই ৪ রাজ্যের, তালিকায় উঠল বাংলাও

বিএসএনএল সূত্রে খবর, প্রযুক্তিগতভাবে বুধবার কলকাতায় লঞ্চ করা হয়েছে বিএসএনএলের ফোরজি পরিষেবা। তবে সাধারণ গ্রাহকদের জন্য এখনই এই পরিষেবা শুরু করা হয়নি। আপাতত কয়েক মাস লেগে যেতে পারে ফোরজি পরিষেবা সাধারণ গ্রাহকদের জন্য শুরু করার ক্ষেত্রে। আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা ছাড়াও রাজ্যের অন্যান্য জায়গাতেও বিএসএনএলের 4G পরিষেবা বিস্তৃত করা হবে।

BSNL Recharge Plan

বুধবার বালিগঞ্জ এক্সচেঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বিএসএনএলের ফোরজি পরিষেবার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টেলি যোগাযোগ দপ্তরের স্পেশাল ডিরেক্টর জেনারেল জি আর রবি। জি আর রবির কথায়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বিএসএনএল ফোরজি পরিষেবা দেবে। তাই বেশ খানিকটা দেরি হল। তবে আমাদের আশা ফোরজি পরিষেবা শুরু হলে গ্রাহকরা আবার ফিরে আসবেন বিএসএনএলে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর