সর্বনাশ! ১৫ তারিখ থেকেই বন্ধ হচ্ছে BSNL-এর এই পরিষেবা! কী হবে গ্রাহকদের?

বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) একটি বড় ঘোষণা নিয়ে আসল গ্রাহকদের জন্য। আগামী ১৫ জানুয়ারি থেকে বিএসএনএল বন্ধ করে দিতে চলেছে একটি পরিষেবা। টেলিকম সংস্থাটির এহেন ঘোষণায় একাধিক প্রশ্ন জেগেছে গ্রাহকদের মনে। কোন পরিষেবা বন্ধ হতে চলেছে আগামী ১৫ জানুয়ারি থেকে?

কপাল পুড়ল BSNL (Bharat Sanchar Nigam Limited) গ্রাহকদের

এই পরিষেবা বন্ধের প্রভাব কতটা পড়বে গ্রাহকদের উপর? বিকল্প উপায় কী? এরকম যাবতীয় কৌতূহলের উত্তর আজ আমরা দিতে চেষ্টা করব এই প্রতিবেদন।বিএসএনএল জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি ২০২৫ থেকে গ্রাহকরা 3G পরিষেবা পাবেন না। প্রাথমিক পর্যায় বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) 3G পরিষেবা বন্ধ করতে চলেছে মুঙ্গের, খগড়িয়া, বেগুসরাই, কাটিহার এবং মোতিহারি জেলায়। 

Bharat Sanchar Nigam Limited latest update

তারপর ধীরে ধীরে পাটনা সহ অন্যান্য জেলাগুলিতেও 3G পরিষেবা (Service) বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। ভারতে (India) 3G পরিষেবা বন্ধ হয়ে গেলে প্রত্যক্ষ প্রভাব পড়বে লক্ষ লক্ষ গ্রাহকের উপর। 3G সিম ব্যবহার করে ইন্টারনেট সার্ফিং করা যাবে না। যদিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 3G সিম জমা দিয়ে বিনামূল্যে গ্রাহকরা নিতে পারবেন 4G সিম।

আরোও পড়ুন : মিস করবেন না সুযোগ! মাধ্যমিক পাসেই কলকাতা মেট্রোয় মিলবে চাকরি, এভাবে করুন আবেদন

3G সিম ব্যবহার করে শুধুমাত্র ফোন কলস করতে পারবেন গ্রাহকরা। BSNL গ্রাহক সেবা কেন্দ্র বা BSNL-এর অফিস থেকে গ্রাহকরা নতুন 4G সিম নিতে পারেন কোনো রকম অর্থমূল্য ছাড়াই। নতুন 4G সিম সংগ্রহ করার জন্য ফটো আইডি বা আধার কার্ড নিয়ে চলে যেতে হবে বিএসএনএলের অফিসে। সেখানে পুরনো 3G সিম জমা দিয়ে সংগ্রহ করতে পারবেন নতুন 4G সিম।

Bharat Sanchar Nigam Limited latest update

BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর চিফ জেনারেল ম্যানেজার আর. কে. চৌধুরী জানিয়েছেন, রাজ্যের বিস্তীর্ণ এলাকায় 4G নেটওয়ার্ক আপডেট সম্পন্ন হয়েছে। গ্রাহকদের আরো ভালো ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে 3G পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। গ্রাহকরা বিনামূল্যে বিএসএনএলের অফিস থেকে 4G সিম সংগ্রহ করতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর