৩ টাকা খরচ করলেই মিলবে ৩০০ দিনের ভ্যালিডিটি! বাজার কাঁপানো প্ল্যান আনল BSNL

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন খরচ করতে হবে মাত্র ৩ টাকা। আর তাতেই মিলবে ৩০০ দিনের ভ্যালিডিটি। অগ্নি মূল্যের বাজারে এমনই আকর্ষণীয় প্ল্যান নিয়ে এল বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। দীর্ঘ বৈধতার সব থেকে সস্তার প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল। দীর্ঘ ১০ মাস ভ্যালিডিটির এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন খরচ করতে হবে গড়ে মাত্র ৩ টাকা।

বাজিমাত করছে BSNL’র (Bharat Sanchar Nigam Limited) প্ল্যান

যারা দীর্ঘদিন নিজেদের সিমকার্ড অ্যাকটিভ রাখতে চান তাদের জন্য এই প্ল্যানটি বিশেষ সহায়ক হতে পারে। গত জুলাই মাস থেকে ৩০ থেকে ৪০ শতাংশ রিচার্জের দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল, ভি। এই অবস্থায় বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) বিভিন্ন সাশ্রয়ী রিচার্জ প্ল্যান মন জয় করে নিয়েছে টেলিকম গ্রাহকদের।

আরোও পড়ুন : কর্মবিরতিতে ইতি! ফের কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা! কবে? সুপ্রিম কোর্টে জানাল আইনজীবী

আজ আমরা যে প্ল্যানটি নিয়ে কথা বলছি সেটির মূল্য মাত্র ৭৯৭ টাকা। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ দিনের ভ্যালিডিটি। গোটা দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফোন কলস করার সুযোগ থাকবে গ্রাহকদের। পাশাপাশি থাকবে বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধাও।

আরোও পড়ুন : মঙ্গল দুপুরে আচমকাই মমতার বাড়িতে হাজির বিনীত! ‘আসল কারণ’ ফাঁস হতেই তোলপাড়

এছাড়াও প্রতিদিন ২GB করে ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। একই সাথে থাকবে প্রতিদিন ১০০ টি করে বিনামূল্য এসএমএস করার সুযোগ। তবে কলিং, ডেটা এবং মেসেজের সুবিধা দেওয়া হবে প্রথম ৬০ দিনের জন্য। তারপর যদি গ্রাহকরা এই সুবিধাগুলি নিতে চান তাহলে টপ আপ রিচার্জ করতে হবে। যারা সেকেন্ডারি সিম হিসাবে বিএসএনএল ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত লাভদায়ক।

Bharat Sanchar Nigam Limited

আপনার BSNL নম্বর যদি দীর্ঘদিন অ্যাকটিভ রাখতে চান তাহলে গড়ে প্রতিদিন ৩ টাকা খরচে এই রিচার্জ করতেই পারেন। প্রথম ৬০ দিন গ্রাহকরা পাবেন ফোন কলস , ডেটা ও এসএমএসের সুবিধা। তবে ৩০০ দিনের জন্য বৈধ থাকবে ইনকামিং কল। ৬০ দিন পর যদি ডেটা বা ফোন কলসের সুবিধা নিতে হয় তাহলে টপ আপ রিচার্জ করতে হবে গ্রাহকদের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর