মার্কেট কাঁপাচ্ছে BSNL! চলে এল ১০০ টাকারও কমে আনলিমিটেড কলিং, আনন্দে আত্মহারা গ্রাহকরা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্ল্যান বৃদ্ধি করা নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশ জুড়ে। মোবাইল রিচার্জ এর দাম এত বেড়ে যাওয়ার কারণে পকেটের টান পড়েছে সাধারণ মানুষের। তাই এই মুহূর্তে বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) উপর এই ভরসা রাখছেন অনেকেই।

বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) সস্তা রিচার্জ

বলা বাহুল্য, এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার মোবাইল রিচার্জ প্ল্যানের দাম অন্যান্য টেলিকম কোম্পানি গুলির মোবাইল রিচার্জের যে প্ল্যান গুলি রয়েছে তার থেকে অনেকটাই কম। কিন্তু বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) রিচার্জ প্ল্যান গুলি ঠিক কতটা সস্তা? অন্যান্য টেলিকম সংস্থাগুলির ন্যূনতম রিচার্জ প্ল্যানের দাম ১০০ টাকারও বেশি।

আরোও পড়ুন : সংসার সুখের হয় গৃহকর্তার এই ৪ গুণে! চাণক্যের এই নীতি মানলেই রাজার হালে কাটবে জীবন

সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রতে টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) ১০০ টাকার কমে রিচার্জ প্ল্যান দিচ্ছে। শুনে অবাক লাগলো এটাই সত্যি। এর মধ্যে রয়েছে ৯৪ টাকার একটি রিচার্জ প্ল্যান। ২০০ মিনিট ভয়েস কলের সুবিধা সহ লোকাল ও ন্যাশনাল দুই ক্ষেত্রেই ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে।

আরোও পড়ুন : বন্ধ হচ্ছে না ট্রাম, তবে…! বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের! ‘ফাঁস’ হতেই তুমুল শোরগোল

তার সঙ্গে ৩ জিবি পর্যন্ত ডাটা মিলবে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) পক্ষ থেকে একটি ৯৯ টাকার রিচার্জ প্ল্যান রাখা হয়েছে। যদি ফোনে কথা বলার সময়সীমা অনেকটাই বেশি হয় সে ক্ষেত্রে এই প্ল্যান বেশ কার্যকরী হবে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে লোকাল ও ন্যাশনাল ভয়েজ কলের সুবিধা মিলবে বিএসএনএল-এর এই প্লানে।

BSNL Recharge Plan

তবে যে প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ১৭ দিনের জন্যই। এসব ছাড়াও বিএসএনএল এর আরো দুর্দান্ত কিছু প্ল্যান রয়েছে। বার্ষিক রিচার্জ প্ল্যান এর সুবিধা থেকে শুরু করে আলাদা করে টপ আপ রিচার্জ, আলাদা করে ডেটা প্ল্যান রিচার্জ এর সুবিধাও মিলবে। এখন অনেকেই অন্যান্য টেলিকম সংস্থা থেকে নিজেদের সিম কার্ড বিএসএনএল পোর্ট করিয়ে নিচ্ছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর