অবিশ্বাস্য ! ৪৫৫ দিনের ভ্যালিডিটি মিলবে মাত্র ৬ টাকায়! এবার খেল দেখাবে BSNL

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতে মোট চারটি টেলিকম অপারেটর রয়েছে। এগুলির মধ্যে একমাত্র সরকারি টেলিকম সংস্থা হল BSNL (Bharat Sanchar Nigam Limited)। ভারতের টেলিকম বাজারে একটা সময় দশের অধিক টেলিকম অপারেটর পরিষেবা প্রদান করত। তবে রিলায়েন্স জিও টেলিকম বাজারে এন্ট্রি নেওয়ার পর বদলে গেছে টেলিকম মানচিত্র।

বহু টেলিকম কোম্পানি বন্ধ হয়ে গেছে। আবার অনেক টেলিকম কোম্পানি মিশে গেছে একে অপরের সাথে। এই অবস্থায় রিলায়েন্স জিও ভারতের বাজারে একাধিপত্য চালাচ্ছে বলা যেতেই পারে। আকর্ষণীয় ট্যারিফ প্ল্যান ও পরিকাঠামো রিলায়েন্স জিওকে ভারতের এক নম্বর টেলিকম অপারেটর করে তুলেছে। তবে গ্রাহক সংখ্যার নিরিখে সবথেকে পিছিয়ে রয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল।

   

আরোও পড়ুন : ভোট মিটতেই শাহরুখকে বিরাট সুবিধা দিল BJP! কী এমন পেলেন ‘বাদশা’? জানলে অবাক হবেন

প্রযুক্তিগত সমস্যা তো রয়েছে, তার সাথে পরিকাঠামগত অভাবের জন্য ক্রমাগত গ্রাহক হারাচ্ছে সরকারি এই টেলিকম সংস্থা। তবে গ্রাহকদের সন্তুষ্ট করতে মাঝে মধ্যেই একাধিক অফার নিয়ে আসে বিএসএনএল। আজ আমরা বিএসএনএলের এমন একটি প্ল্যান সম্পর্কে জানব যেখানে দৈনিক ৬ টাকা খরচ করলে পেয়ে যাবেন ৪৫৫ দিনের বৈধতা।

আরোও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারের জয়জয়কার! ১৫ কেন্দ্রে মহিলা ভোটে জয় TMC-র, ফাঁস সবুজ ঝড়ের ‘আসল রহস্য’!

বিএসএনএলের ২৯৯৮ টাকার  এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে পাওয়া যাচ্ছে ৪৫৫ দিনের ভ্যালিডিটি। দীর্ঘ মেয়াদের পাশাপাশি, ইন্টারনেট ব্যবহার করার জন্য পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডেটা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেয়ে যাবেন। এছাড়াও থাকছে অফুরন্ত ফোন কলস ও এসএমএস এর সুযোগ।

bsnl india confirmed 4g launch delay

এই দীর্ঘমেয়াদি প্লানে আপনার দৈনিক খরচ পড়ছে মাত্র ৬.৫৮ টাকা। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গোটা ভারতে আনলিমিটেড কলস করা যাবে। এছাড়াও থাকবে প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুযোগ। তবে বলে রাখা ভালো বিএসএনএলের এই দুর্দান্ত অফারটি শুধুমাত্র জম্মু ও কাশ্মীর অঞ্চলের বাসিন্দাদের জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর