বাংলাহান্ট ডেস্কঃ বিভিন্ন টেলিকম সংস্থাগুলো একদিকে যেমন নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, তেমন কিন্তু অন্যদিকে Airtel, Jio এবং Vodafone Idea-র তুলনায় অনেক কম খরচে বেশি বৈধতার প্রিপেইড প্ল্যান চালু করেছে BSNL। যা Airtel, Jio এবং Vodafone Idea-কে অনায়াসেই টেক্কা দিতে পারবে। যাতে করে এই দুর্মূল্যের বাজারে কিছুটা সাশ্রয়ও হতে পারে সাধারণ মানুষের।
BSNL-র এই রিচার্জ প্ল্যানের দাম ৪৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহক দৈনিক 2GB ডেটা এবং সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা পাবেন। সেইসঙ্গে বিনামূল্যে দৈনিক ১০০ টি করে ম্যাসেজের সুবিধাও পাবেন গ্রাহক। এক্ষেত্রে বৈধতা থাকছে ৯০ দিন। সঙ্গে বিএসএনএল টিউনসের সুবিধাও পাবেন গ্রাহক। সাধারণত এই সময়ে এই সুবিধা অন্যান্য কোন টেলিকম সংস্থা দিতে পারবে না।
Airtel-এ ৩৫৯ টাকা রিচার্জে গ্রাহক পেয়ে থাকেন দৈনিক 2GB ডেটা এবং সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা। সেইসঙ্গে বিনামূল্যে দৈনিক ১০০ টি করে ম্যাসেজের সুবিধাও পাবেন গ্রাহক। যদি এটি আপনি ‘Airtel thaks app’-র মাধ্যমে রিচার্জ করেন, সেক্ষেত্রে ৩০৯ টাকায় এই সুবিধা পেয়ে যাবেন। সঙ্গে অতিরিক্ত 2GB ডেটাও পেয়ে যাবেন গ্রাহক। আর এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন।
Vodafone-Idea-তে ৬০১ টাকার রিচার্জে 75GB ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধাও থাকছে। আবার, ৫০১ টাকা এবং ৯০১ টাকার প্ল্যানে দৈনিক 3GB ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি করে ম্যাসেজের সঙ্গে Disney Plus Hotstar-এর সুবিধাও পাবেন গ্রাহক।