‘আর তৃণমূল করবি?’, গাছে বেঁধে মহিলা কর্মীকে বেধড়ক মার! অভিযুক্ত BJP, উত্তপ্ত নন্দীগ্রাম

বাংলা হান্ট ডেস্ক : ফের অগ্নিগর্ভ নন্দীগ্রাম (Nandigram)। শুভেন্দুর (Suvendu Adhikari) গড় ভেকুটিয়ায় তৃণমূল (Trinamool Congress) করার অপরাধে এক মহিলাকে এভাবেই গাছে বেঁধে অত্যাচার চালাল বিজেপি (Bharatiya Janata Party)। এমনই অভিযোগ বাংলার শাসক দলের। খবর পেয়েই পৌঁছায় পুলিস বাহিনী।

এই ঘটনার একটি মারাত্মক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও শেয়ার করেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, ‘এলাকায় সামান্য দুই একটা পঞ্চায়েত জিতে যারা এই স্তরে সন্ত্রাস চালাতে পারে, বাংলার অন্যান্য প্রান্তে শক্তিবৃদ্ধি হলে তাদের বাংলাকে মনিপুর বানাতে যে বেশি সময় লাগবে না, তা বারংবার স্পষ্ট হয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, তৃণমূল-বিজেপি সংঘর্ষে বুধবার তপ্ত হয়েছিল নন্দীগ্রাম-২ ব্লকের ভেকুটিয়া অঞ্চল। শাসকদলের অভিযোগ ছিল, বিজেপি হামলা চালিয়েছে তাদের লোকজনের উপর। বৃহস্পতিবার জখম ১১ জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলেন তৃণমূল নেতৃত্ব।

tmc bjp 2

বিজেপি যদিও হামলার কথা অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের দু’টি গোষ্ঠীর লড়াইয়েই বুধবার ভেকুটিয়ায় ওই ঘটনা ঘটে। এর সঙ্গে তাদের কোনও যোগ নেই। তাদের আরও বক্তব্য, সংবাদমাধ্যমের সামনে গল্প সাজাতেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় জখম তৃণমূল কর্মীদের। সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ।

নন্দীগ্রাম-২ ব্লকে পঞ্চায়েত ভোটে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। অধিকাংশ গ্রাম প়়ঞ্চায়েত, প়়ঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনেও পদ্ম ফুটেছে। অন্য দিকে, নন্দীগ্রাম-১ ব্লক আবার তৃণমূলের দখলে রয়েছে।

২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকে রাজনৈতিক ভাবে তপ্ত নন্দীগ্রাম। পঞ্চায়েত ভোটেও বারবার দু’পক্ষের সংঘর্ষে তপ্ত হয়েছে হলদি নদীর পাশের এই জনপদ। ভোট মেটার পরেও তা থামছে না। কবে শান্ত হবে নন্দীগ্রাম সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Sudipto

সম্পর্কিত খবর