নদীতে ঝাঁপিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন অনেকের, সেই ত্রাতাকে মোরবি থেকে টিকিট দিল BJP

বাংলা হান্ট ডেস্কঃ  কদিন আগেই বিজেপি শাসিত গুজরাটে মর্মান্তিক এক দুর্ঘটনায় ১০০ জনের বেশি মানুষের প্রাণ যায়। ছট পুজোর আগে গুজরাটের মোরাবিতে একটি ব্রিজে উঠে অজস্র মানুষের লাফানোর পর সেই ব্রিজটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বাংলা থেকে গুজরাটে কাজে যাওয়া এক শ্রমিকেরও মৃত্যু হয়।

ব্রিজ বিপর্যয়ের পর রাজ্যের ও দেশের বিরোধী দলগুলো বিজেপি সরকারের উপর প্রশ্ন তোলে। এবং এই দুর্ঘটনাকে দুর্নীতির সঙ্গেও যুক্ত করে। এই ঘটনার পর বিজেপি নতুন করে অক্সিজেন পেতে বড়সড় সিদ্ধান্ত নিল।

ভারতীয় জনতা পার্টি গুজরাট বিধানসভার ১৮২টি আসনের মধ্যে ১৬০ টি আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। এবার বিজেপি গতবারের নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৭৯ প্রার্থীকে টিকিট দেয়নি। যাঁরা টিকিট বাদ গিয়েছে, তাঁদের মধ্যে একজনের নাম মোরবির বিধায়ক ও মন্ত্রী ব্রিজেশ মের্জারও।

এবার মোরবি থেকে প্রাক্তন বিধায়ক কান্তিলাল অমৃতিয়াকে টিকিট দিয়েছে বিজেপি। মোরবি দুর্ঘটনার সময় কান্তিলাল অমৃতিয়া জীবনের পরোয়া না করে নদীতে ঝাঁপ দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছিলেন। কান্তিলাল অমৃতিয়াও অতীতে মোরবি থেকে বিধায়ক ছিলেন। রবিবার, ৩১ অক্টোবর, গুজরাটের মোরবিতে মাছু নদীর উপর ক্যাবল ব্রিজটি হঠাৎ ভেঙে পড়লে ১৩৫ জনের মৃত্যু হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর