নতুন কমিটি ঘোষণা হতেই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন দাপুটে নেতা, বাড়ল জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ  কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরই বঙ্গ বিজেপির নতুন কমিটির ঘোষণা হয়েছে। নতুন কমিটিতে বড়সড় রদবদল করেছেন অমিত শাহ, জেপি নাড্ডা ও নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় নেতৃত্ব। বাঁকুড়ার বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ যিনি এতদিন বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন, এখন ওনার বদলে একুশের নিরাবচনে কসবা থেকে বিজেপির প্রার্থী ডঃ ইন্দ্রনীল খাঁ-কে করা হয়েছে।

পাশাপাশি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পলের জায়গায় তনুজা চক্রবর্তীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির নতুন কমিটিতে সৌমিত্র খাঁ রাজ্যের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে রাজ্যের সাধারণ সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে দলের সহ-সভাপতি করা হয়েছে।

নতুন কমিটি থেকে বাদ পড়েছেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা বলে পরিচিত সায়ন্তন বসু। একাধিকবার বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে আসে সায়ন্তন বসু এতদিন বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন হলে ওনাকে আর জায়গা দেওয়া হয়নি। আর নতুন কমিটির ঘোষণা হতেই সায়ন্তনবাবু বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

1606403688 5fbfc6683869f sayantan

ওয়াকিবহাল মহলের মতে সায়ন্তন বসুর বিজেপি গ্রুপ ত্যাগের পিছনে অনেক কারণ রয়েছে। কানাঘুষো এও শোনা যাচ্ছে যে, সায়ন্তনবাবুর কথামতোই নাকি হাওড়া বিজেপির প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা তৃণমূলে যোগ দিয়েছেন। এও শোনা যাচ্ছে যে, সায়ন্তন বসুর সঙ্গে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বনিবনা রয়েছে। এখন দেখার বিষয় এটাই যে, সায়ন্তন বসুর আগামী পদক্ষেপ কী হয়।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর