বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরের রাজনীতির অন্যতম এক নাম প্রলয় পাল৷ প্রলয় পাল (Pralay Pal)! যেই নাম একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম ও রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল৷ সেই বিজেপি নেতা (BJP Leader) তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ–সভাপতি দল ছাড়ছেন বলে জোর চৰ্চা শুরু হয়েছে।
আসলে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই নেতার করা এক সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ যেই পোস্টে তিনি রাজনীতি ছেড়ে দিতে চান বলে উল্লেখ করেছেন। সেই প্রলয় কিনা রাজনীতি ছাড়তে চাইছে, কারণ কী? এই নিয়ে শুরু জোর গুঞ্জন।
বর্তমানে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ–সভাপতি হিসাবে দায়িত্ব সমলাচ্ছেন প্রলয়। শুক্রবার এক ফেসবুক পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভাল থেকো রাজনীতি। আর নয়। দাও বিদায়।’ বিজেপি নেতার এই পোস্টই বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে।
আরও পড়ুন: ভরা এজলাসে বিচারপতি গাঙ্গুলির মুখে উঠে এল ‘ভাইপো’ প্রসঙ্গ, যা যা বললেন… তোলপাড় রাজ্য
আবার কান পাতলে শোনা যাচ্ছে আজই পদত্যাগ পত্র জমা দিতে চলেছেন প্রলয়৷ কী এমন হল যে নন্দীগ্রামের প্রথম সারির এই নেতা তথা শুভেন্দু সৈনিক হঠাৎ অবসর নিতে চাইছেন! প্রলয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজনীতির বাইরেও পথকুকুরদের সেবার মত তিনি কিছু সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান। পাশাপাশি দলে নবীনদের জায়গা করে দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও নাকি জানা যাচ্ছে।
যদিও এক সংবাদ মাধ্যমের কাছে প্রলয়বাবু নিজের করা পোস্ট নিয়ে বলেন, ‘আমি আর দল করব না। জেলা সভাপতির সঙ্গে দেখা করতে চেয়েছি। জেলা সভাপতির সঙ্গে দেখা করে আগামিকাল শনিবারই পদত্যাগপত্র দিতে চাইছি। থাকব না আর, দল করব না।’