সপ্তাহের প্রথম দিনেই শুভেন্দুর ভাইকে তলব পুলিশের! সারদা মামলার জমি নিয়ে জেরার সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক পুলিশি তলব। গত শুক্রবারের পর এবার সপ্তাহের প্রথম দিনই বিজেপির (BJP) কাঁথি (Kanthi) সাংগঠনিক জেলা সহ-সভাপতি সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) তলব করে বসলো কাঁথি থানার পুলিশ। তলব মাঝে এদিন স্থানীয় থানায় পৌঁছে যান বিজেপি নেতা। সূত্রের খবর, সারদা (Sarada) মামলায় জমি দেওয়ার প্রসঙ্গকে সামনে এনে এদিন সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

গত শুক্রবার কাঁথি পুরসভার পথবাতি মামলায় সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হলেও এদিন সারদা মামলাই পুলিশের নজরে থাকতে চলেছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান থাকার সময় কিভাবে একের পর এক দুর্নীতি হয়েছিল, তা জানতে সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। যদিও এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেই পাল্টা দাবি বিরোধীদের।

উল্লেখ্য, গত শুক্রবার কাঁথি পুরসভার পথবাতি মামলায় ১০ ঘন্টার ওপর সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। পরবর্তীতে এই ঘটনায় ক্ষোভ উগড়ে দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “১০ ঘন্টা কেন, ২০০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে কিচ্ছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের বেআইনি কাজকর্মের জন্য আদালতের কাছে কানমোলা খাবে। আদালতের নির্দেশ মানেনি। ১০ ঘণ্টার উপর জেরা করেছে। আদালত খুললেই ওদের মুখে আলকাতরা মাখাবো।”

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসে থাকার সময় ১০ বছরের ওপর সময় ধরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন সৌমেন্দু অধিকারী। পরবর্তীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপরই পুরসভার একের পর এক দুর্নীতি মামলায় নাম উঠে আসে তাঁর, যার ফলস্বরূপ বর্তমানে পুলিশি জেরার মুখোমুখি হতে হয়ে চলেছে বিজেপি নেতাকে।

soumendu

এক্ষেত্রে সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেও পুলিশের তলবের হাত থেকে রক্ষা পাননি সৌমেন্দু। হাইকোর্টের তরফ থেকে জানানো হয় যে, বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না প্রশাসন। তবে একই সঙ্গে তদন্তে সহযোগিতা করতেও নির্দেশ দেওয়া হয় তাঁকে। এখন দেখার, এই সকল মামলায় শেষ পর্যন্ত সৌমেন্দুর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় কাঁথি থানার পুলিশ।

Sayan Das

সম্পর্কিত খবর