“এবার বিজেপিকে নয় আটকানো হচ্ছে হিন্দুদের!” ভোট মিটতেই বাংলাহান্টের সামনে বিস্ফোরক শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের তৃণমূল নাকি হিন্দুদের ভোটদানে বাধা প্রদান করছে। এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (Bharatiya Janata Party) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই রাজ্যের সপ্তম দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো হলেও এখনো পর্যন্ত বহু লোকসভা কেন্দ্রে অশান্তির চিত্র চোখে পড়েছে।

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলা বিভিন্ন প্রান্তে রক্ত ঝরেছে সপ্তম দফা নির্বাচনের দিনেও। এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করলেই পশ্চিমবঙ্গের সুশাসন ফিরবে। আর ভাইপো জেলে গেলেই পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষা ফিরবে।”

   

আরোও পড়ুন : ২২ থেকে ১১! ভাঙনের ইঙ্গিত ঘাসফুলে, ৩০’র কাছে আসন মিলতে পারে BJP’র, সমীক্ষা রিপোর্ট

পাশাপাশি তার আরোও সংযোজন, “প্রচুর শাহজাহান হয়ে গিয়েছে। এদের পরিণতিটা শাজাহানের থেকেও খারাপ হবে। মমতা ব্যানার্জি এদের পাশে থাকবে না। নন্দীগ্রামে এক মহিলাকে মারধর করা হয়েছে সন্দেশখালিতে বেছে বেছে এসসি মহিলাদের এবং বিজেপির মাইনরিটি মোর্চার লোকেদের মারধর করা হচ্ছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। এবারে বিজেপিকে আটকানো হয়নি, বরং আটকানো হয়েছে হিন্দুকে।”

আরোও পড়ুন : মাস গেলে আসবে ১০ হাজার! SBI’র SWP করলেই খুলবে কপাল, কীভাবে করবেন বিনিয়োগ?

এদিন রাজ্যের যে অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তার সমস্ত দায় রাজ্য পুলিশের উপরেই চাপালেন শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশকে রীতিমতো মমতা পুলিশ বলে কটাক্ষ করেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন হচ্ছে তার মধ্যে শুধুমাত্র রক্ত ঝরছে পশ্চিমবঙ্গেই। এই নিয়ে রীতিমত ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু। তার কথায়, সকাল থেকে বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত। কোথাও মার খাচ্ছেন প্রার্থী, কোথাও আবার মার খাচ্ছেন সাংবাদিকেরা।

Suvendu Adhikari

ভোট উৎসবের নামে যেনো রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। এমনকি প্রায় দুই থেকে আড়াই লক্ষ হিন্দু ভোটার ভোট দিতে পারেননি বলে জানান শুভেন্দু অধিকারী। দমদম, জিবনতলা, ভাঙর, সহ ডায়মন্ড হারবার এবং ফল তাতেও বহু হিন্দু ভোটার ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। আগামী দিনের নির্বাচনের ক্ষেত্রে যাতে পশ্চিম সুরক্ষা নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করে তার আবেদন জানালেন তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর