বাংলাহান্ট ডেস্ক : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাক্ষাৎ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে। আজ অসমের জনতা ভবনে সাক্ষাৎ হয় দুজনের। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন সৌমিত্র। তাই এদিন সৌমিত্র খাঁয়ের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
লোকসভা ভোট শেষ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির (Bharatiya Janata Party)। উল্টে এবারের লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমে গিয়েছে বিজেপির। কোথায় খামতি রয়ে গিয়েছিল পদ্ম শিবিরের? তা নিয়ে জোরদার চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরে। এরই মধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে।
আরোও পড়ুন : কী ভাবে হত অযোগ্যদের নিয়োগের সুপারিশ? তথ্য পেশ করে ৬ ‘হেভিওয়েটের’ নাম সামনে আনল ED
এই রাজ্য থেকে শান্তনু ঠাকুর এবং রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হিসেবে মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। ব্রাত্য সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এবারের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে নিজের প্রাক্তন স্ত্রী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। বলা যায়, এই রাজনীতির জন্য সংসার ভেঙেছে সুজাতা সৌমিত্রর।
আরোও পড়ুন : ভুলে যান জল জমার কথা! এবার মুশকিল আসান হবে ব্যান্ডেল স্টেশনের, বড় উদ্যোগ প্রশাসনের
একথা নিজেই জানিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ। যদিও বর্তমানে তিনি বিবাহিত। মন্ত্রিসভায় জায়গা পেতে চেয়েছিলেন সৌমিত্র। কিন্তু তা না হওয়ায় কিছুটা বিরক্ত তিনি। এদিকে এরাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হওয়ার কারণ হিসেবে উচ্চ নেতৃত্বকে দায়ী করেছেন সৌমিত্র খাঁ। ক্ষোভ প্রকাশ করেছেন দলের স্ট্র্যাটেজি নিয়েও।
যদিও তিনি যে বিজেপি ছাড়ছেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন। এরই মধ্যে আজ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অসমের মুখ্যমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ থেকে ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অসম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।