বাংলা হান্ট ডেস্ক : রাম নবমী (Ram Navami) নিয়ে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছেই। রাম নবমীর দিন থেকে শুরু করে বিগত কয়েক দিন ধরেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য। দফায় দফায় চলছে অশান্তি। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। এরই মধ্যে একে অপরকে দোষারোপ শুরু করেছে বিজেপি ও তৃণমূল। তবে এবার ড্রোনে তোলা ভিডিও প্রকাশ্যে এনে তৃণমূলকে (TMC) কড়া জবাব দিল বিজেপি (BJP)।
রাম নবমীর মিছিলকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার আশেপাশের এলাকা। রিষড়া হুগলি তে বাঁধে সংঘর্ষ ইতিমধ্যেই একটি ভিডিও টুইট করা হয় তৃণমূলের তরফ থেকে। সেই ভিডিওতে দেখা যায় একটি শোভাযাত্রায় গাড়ির উপর এক যুবক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিও রাম নবমী উপলক্ষে অনুষ্ঠিত মিছিলের বলে দাবি করে জোড়াফুল শিবির।
এই অভিযোগের পাল্টা জবাব আজ দিল বিজেপি। ওই দিনের মিছিলের একটি ড্রোন দিয়ে তোলা ফুটেজ প্রকাশ করা। দাবি করা হয় এটিই হল আসল ফুটেজ। তৃণমূলের শেয়ার করা ভিডিওটি আসল ভিডিও নয়। গেরুশা শিবিরের দাবি এই ভাবে মিথ্যা ভিডিপ প্রকাশ করে হিন্দুদের বদনাম করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
VHP, the organisers of the Ramnavami Shobha Yatra in Howrah, release footage and allege that the video posted by TMC MP Abhishek Banerjee is not from their Yatra. He is maligning Hindus and should be investigated for dividing people on religious lines. It is a criminal offence. https://t.co/sNfWxZF9oE pic.twitter.com/v8YCNzi7QU
— BJP Bengal (@BJP4Bengal) April 3, 2023
এদিকে, রবিবার সন্ধ্যায় রিষড়ায় রাম নবমীর মিছিলকে (Ram Navami procession) কেন্দ্র করে ধুন্ধুমার হওয়ার পর প্রশ্ন উঠে গিয়েছিল। বাসন্তী পুজোর নবমীর দিন রাম নবমী পালিত হয়। চৈত্র মাসের নবরাত্রির নবমী তিথিতে গোটা দেশ এই পার্বণ পালন করে। সেই মতো গত বৃহস্পতিবার ছিল রাম নবমী। কিন্তু তার তিন দিন পর রবিবার রিষড়ায় (Rishra) কেন রাম নবমীর শোভাযাত্রা বের হল? সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এই একই প্রশ্ন তুললেন।
খেজুরির ঠাকুরনগর ময়দানে প্রশাসনিক সভায় যোগ দেন মমতা। এই মঞ্চ থেকেই তিনি বলেন, ‘পাঁচ দিন ধরে কেন রাম নবমী পালিত হচ্ছে? ইচ্ছে করে সংখ্যালঘু এলাকায় ঢুকে পড়ছে। হাওড়ায় অনুমতি ছাড়া সংখ্যালঘু এলাকায় মিছিল নিয়ে ঢুকে পড়েছিল। ইচ্ছে করে ওটা করেছিল। রমজান মাসে সংখ্যালঘুরা ফল খায়। সেই ফলের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বন্দুক নিয়ে নাচছে। রবিবার রিষড়াতেও ওই একই ঘটনা ঘটেছে। বেছে বেছে এই সময়ে চক্রান্ত করে উত্তেজনা ছড়ানো হচ্ছে।’