‘BJP এবার মুছে যাক ভারতীয় রাজনীতি থেকে’, নীতিশের সামনেই হুংকার মমতার

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে আবারও তৃতীয় ফ্রন্টের পক্ষেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বলেন, ‘আমি চাই যে বিজেপি জিরো হয়ে যাক। কিছু না করেই বড় হিরো হয়ে গিয়েছে।’

সেইসঙ্গে মমতা বুঝিয়ে দেন, কোনও ইগো সমস্যায় ভুগছেন না তিনি। বরং তাঁর এক ও একমাত্র লক্ষ্য হল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। অর্থাৎ প্রধানমন্ত্রীর কুর্সির দিকে যে তাঁর নজর নেই, সেটাই মমতা বোঝাতে চাইলেন বলে রাজনৈতিক মহলের মত।

   

nitish mamata

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সর্বভারতীয় দলের তকমা হারালেও লড়াই ছাড়তে রাজি নন মমতা। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলির সঙ্গে তৃতীয় ফ্রন্ট গড়ে লোকসভা ভোটে লড়াইয়ের চেষ্টা করছেন। সেই রেশ ধরেই আজ ঝটিকা সফরে নবান্নে মমতার সঙ্গে বৈঠক করেন নীতিশ এবং তেজস্বী। বৈঠকের পর মমতা বলেন, ‘উন্নয়ন নিয়ে কিছু কথা হয়েছে। রাজনৈতিক কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে।’

ঠিক কী কী কথা হয়েছে, তা খোলসা করেননি মমতা। তবে কোনও রাখঢাক না করে নীতীশ জানিয়ে দেন যে কী কী আলোচনা হয়েছে। জেডিইউয়ের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী জানান, আগামী লোকসভা নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে কীভাবে এগিয়ে যাওয় হবে, কোন কৌশল নেওয়া হবে, তা নিয়ে যত দ্রুত সম্ভব বিভিন্ন বিরোধী দলের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তৃতীয় ফ্রন্ট গড়ে লড়াইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু মুখ থুবড়ে পড়েছিল সেই পুরো বিষয়টি। তাতেও অবশ্য মমতা হাল ছাড়তে নারাজ। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি যে (তৃতীয় ফ্রন্টে) আমার কোনও আপত্তি নেই। আমি চাই যে বিজেপি জিরো হয়ে যাক। কিছু না করেই বড় হিরো হয়ে গিয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর