বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের একদা ‘চাণক্য’ বলে পরিচিত মুকুল রায় (Mukul Roy) দীর্ঘদিন ধরেই অসুস্থ। অসুস্থ মুকুল রায় বুধবার নিজের বাড়িতেই পড়ে গিয়ে চোট পান। আহত মুকুল রায়কে প্রথমে ভর্তি করানো হয় কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে। তারপর তাঁকে নিয়ে আসা হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে।
আজ অসুস্থ মুকুল রায়কে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন বিজেপির (Bharatiya Janata Party) সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ জানান, “একটা সময় আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন মুকুল রায়। তাঁর প্রতি আমার শ্রদ্ধা আছে। তিনি আজ যে অবস্থায় আছেন তাতে আমার মনে হয় তাঁকে একটা প্রণাম করে যাওয়া উচিত। তাই আমি এসেছি।”
আরোও পড়ুন : ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার বাজেটের এক-চতুর্থাংশ একাই পেলেন প্রভাস! কত আয় হল অমিতাভ, দীপিকার?
মুকুল রায়ের (Mukul Roy) সাথে এই সাক্ষাতে রাজনীতির কোনও সংযোগ রয়েছে কিনা সাংবাদিকদের তরফে সৌমিত্রকে জিজ্ঞাসা করা হলে বিজেপি সাংসদের উত্তর, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। কেন সব সময় পলিটিক্স আনবেন? মুকুল রায় বাংলায় অনেক নেতা তৈরি করেছেন। তাঁদের মধ্যে আমিও একজন অস্বীকার করা যায় না।
আরোও পড়ুন : কর্মী নেওয়া হচ্ছে টাটা স্টিল ফ্যাক্টরিতে! পরীক্ষা ছাড়াই ৬০০০ পদে করা হবে নিয়োগ
মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের সাথে সাক্ষাৎ হওয়া প্রসঙ্গে সৌমিত্র জানান, ছেলেকে আর কী বলব? বাবা মৃতপ্রায় অবস্থায় আছে। ও আমার বন্ধুর মতো। যতটা পাশে থাকা যায় আছি। বঙ্গ রাজনীতিতে মুকুল রায় অত্যন্ত প্রাসঙ্গিক একটি অধ্যায়। একটা সময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। তবে ধীরে ধীরে সাম্প্রতিক সময়ে রাজনীতির আঙিনায় অনেকটাই ফিকে হয়েছে ‘মুকুল অধ্যায়।’
বিশেষ করে স্ত্রীর মৃত্যুর পর বেশ অসুস্থ হয়ে পড়েন মুকুল রায় (Mukul Roy)। সরে যান প্রত্যক্ষ রাজনীতি থেকে। পরিবার সূত্রে খবর, মানুষদের ঠিকমতো চিনতে পারতেন না তিনি। আজ সকালে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, ‘এখনই বাবার শারীরিক অবস্থা ভালো বলা যাবে না। আজ ডাক্তার দেখবেন। তারপর বোঝা যাবে বাবার শারীরিক অবস্থার বিষয়ে।’