“ওবিসি প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে”, ভরা জনসভায় এটা কি বললেন মোদী? রাজনীতির ময়দানে শুরু হইচই

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে নির্বাচন। আগামী বছরটা গেলেই ফের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এবার নির্বাচনে বিজেপির (Bharatiya Janata Party) পাখির চোখ মহারাষ্ট্র। লোকসভায় এই রাজ্যে এঁটে উঠতে পারেনি বিজেপি। জাতগণনার ধুয়ো তুলে বড় চাল চেলে দিয়েছিল কংগ্রেস। এবার বিধানসভা ভোট আসার আগেই তাই সতর্ক গেরুয়া শিবির। মাঠে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার অস্ত্র ওবিসি পরিচয়।

মহারাষ্ট্রের প্রচারে বিজেপির (Bharatiya Janata Party) ওবিসি চাল

শনিবার মহারাষ্ট্রের নান্দেড়ে ছিল প্রধানমন্ত্রীর জনসভা। এদিন কংগ্রেসের উদ্দেশে তোপ দেগে মোদী বলেন, ‘বিগত ১০ বছর ধরে একজন ওবিসি প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। সমাজের সব শ্রেণির উন্নতিই যাঁর লক্ষ্য। কংগ্রেস সেটাই সহ্য করতে পারছে না। তাই ওবিসি দের আলাদা আলাদা বর্গে ভাগ করার চেষ্টা করছে তারা।’ হাত শিবিরকে তুলোধনা করে এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে বিভাজন আনার চেষ্টা করছে কংগ্রেস। এতে তারা পাকিস্তানের মদত করছে বলেও দাবি করেছেন মোদী।

Bharatiya janata party wants to collect maratha vote

দুর্নীতির ইস্যুতেও কাঠগড়ায় উঠেছে কংগ্রেস: মহারাষ্ট্রে দ্বিতীয় জনসভায় আবার প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে দুর্নীতি ইস্যু। ইদানিং হিমাচল প্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। কর্ণাটকে মদের দোকানদারের কাছ থেকে ৭০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও উঠেছে হাত শিবিরের বিরুদ্ধে।

আরো পড়ুন : এক লাফে এতটা কমল টাকার দাম! ট্রাম্প জিততেই বিরাট ক্ষতি ভারতীয়দের, চাপের মুখে RBI

কংগ্রেসের থেকে মরাঠা ভোট কাড়ার চেষ্টা: উল্লেখ্য, চলতি বছর লোকসভা ভোটে জাতগণনার দাবি তুলে ছক্কা হাঁকিয়েছিল কংগ্রেস। উপরন্তু মরাঠারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার জন্য যে আন্দোলন করে আসছে এতদিন তাতে ভ্রুক্ষেপ করেনি কেন্দ্র। আর লোকসভা নির্বাচনে এটাই বিজেপির (Bharatiya Janata Party) বিরুদ্ধে গিয়েছিল। সেই সুযোগে দলিত, ওবিসি এবং মরাঠা ভোটের অধিকাংশও গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। এবার বিধানসভা ভোটে খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে বিজেপি (Bharatiya Janata Party)।

আরো পড়ুন : মদের দোকানের সামনে কোলা বিক্রি থেকে ‘জনতা এক্সপ্রেস’, কাঞ্চনের প্রথম মাইনে কত ছিল জানেন?

আগামী বিধানসভা নির্বাচনে ওবিসিদের একত্রিত করার লক্ষ্যে রয়েছে গেরুয়া শিবির। এক্ষেত্রে বিজেপির (Bharatiya Janata Party) বড় অস্ত্র প্রধানমন্ত্রী মোদীর নিজের ওবিসি পরিচয়। সেটাই সামনে রেখে চাল দিতে চাইছে বিজেপি। এর আগে হরিয়ানাতেও জাঠদের বিরুদ্ধে অজাঠদের ভোট ব্যাঙ্ক নিজেদের দিকে করে নিয়ে সাফল্য পেয়েছে পদ্ম শিবির। মহারাষ্ট্রেও কি হাওয়া বদল হবে? সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর