ক্ষমতায় ফিরলেই NRC, UCC! কর্ণাটকে বড় প্রতিশ্রুতি বিজেপির, সিঁদুরে মেঘ দেখছে পশ্চিমবঙ্গও

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন কর্ণাটক নির্বাচন (Karnataka Assembly Election)। আগামী সপ্তাহেই কর্নাটক বিধানসভা নির্বাচন। এরই মধ্যে কর্নাটকে ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এই ইস্তেহারে উল্লেখযোগ্যভাবে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকরা করা এবং উৎপাদন শিল্পে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি। এছাড়াও বিজেপির ‘প্রজা প্রণালিকা’-তে রয়েছে এনআরসি-র (NRC) কথাও।

সোমবার বেঙ্গালুরুতে বিজেপির এই ইস্তেহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ইস্তেহার প্রকাশ করে জেপি নাড্ডা বলেন, ‘রাজ্যের জন্য বিজেপির দৃষ্টিভঙ্গি হল সকলের প্রতি ন্যায়বিচার এবং কারও তুষ্টিকরণ
না করা।’

bjp 2

বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখযোগ্য জায়গা পেয়েছে অভিন্ন দেওয়ানি বিধি ও এনআরসির মতো বিষয়। উচ্চ পর্যায়ের কমিটির প্রস্তাব অনুসারে কর্নাটকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। ইস্তেহারে জানানো হয়েছে, রাজ্য থেকে অবৈধ নাগরিকদের দ্রুত দূর করতে কর্নাটকে এনআরসি নিয়ে আসা হবে। ইস্তেহারে বহু বিতর্কিত নন্দিনী মিল্ক প্রসঙ্গও জায়গা পেয়েছে।

কী কী উল্লেখযোগ্য বিষয় রাখা হয়েছে বিজেপির ইস্তেহারে?

১) পোষণ যোজনার অধীনে দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে আধ লিটার করে নন্দিনী মিল্ক দেওয়া হবে বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

২) দরিদ্রদের জন্য ১০ কেজি শস্য।

৩) উগাদি, গণেশ চতুর্থী ও দীপাবলিতে বিপিএল পরিবারগুলিকে বিনামূল্যে তিনটি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে।

৪) গৃহহীনদের জন্য ১০ লক্ষ বাড়ি।

৫) ‘বিশ্বেশ্বরায় বিদ্যা যোজনার’ আওতায় সরকারি স্কুলগুলির সামগ্রিক উন্নয়নে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলির সাথে অংশীদারিত্ব করবে সরকার

৬) আইএএস/কেএএস/ব্যাঙ্কিং/সরকারি চাকরির প্রস্তুতির জন্য যুবদের আর্থিক সাহায্য়।

৭) কর্নাটকের সিনিয়র সিটিজ়েনদের বিনামূল্যে বার্ষিক হেলথ চেক-আপ।

৮) মাইক্রো কোল্ড স্টোরেজ স্থাপন, সমস্ত জিপিতে কৃষি প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন, পাঁচটি নতুন কৃষি-শিল্প ক্লাস্টার এবং তিনটি নতুন ফুড প্রসেসিং পার্ক স্থাপন করার জন্য ৩০,০০০ কোটি টাকার কে-এগ্রি ফান্ড।

৯) চার্জিং স্টেশন স্থাপন করে কর্নাটককে ইলেকট্রিক ভেহিকেলসের হাবে পরিণত করা। বেঙ্গালুরুর প্রত্যন্ত এলাকাকেও ‘ইভি সিটি’তে রূপান্তরিত করা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর