সূর্যের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ! তবুও এই ৩ এলাকায় উত্তরের ফিলিং, গরম অনেক কম: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে একের পর এক রেকর্ড ভাঙছে বৈশাখের তাপমাত্রা। দক্ষিণবঙ্গ (South Bengal) সহ কলকাতায় চলছে দীর্ঘতম তাপপ্রবাহ। যা ভেঙেছে বিগত ৫০ বছরের রেকর্ড। এদিকে শনিবার গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) আপডেট অনুযায়ী, কলাইকুন্ডায় দিনের তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি।

বৈশাখ মাস শেষ হতে চললেও কালবৈশাখীর দেখা নেই রাজ্য। সকাল থেকে রাত গরমে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী (South বেঙ্গল Weather)। শনিবার তাপমাত্রার নিরিখে দ্বিতীয় স্থানে ছিল পানাগড়। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গের মাত্র ৩ জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে ছিল। গতকাল তাপপ্রবাহের হাত থেকে রেহাই পেয়েছে দক্ষিণের উপকূলবর্তী দিঘা, সাগরদ্বীপ এবং বসিরহাট। শুধুমাত্র এই তিন জায়গাতেই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির নীচে। উত্তরের মত আবহাওয়া।

এছাড়া বাকি সমস্ত জায়গায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। তারই সাথে চলছে তীব্র তাপপ্রবাহ। আজ রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপপ্রবাহের লাল সতর্কতা থাকছে। আগামী কিছুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। লাল সতর্কতা জারি হয়েছে, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুকনো থাকবে আবহাওয়া।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতায় আরও বাড়তে পারে তাপমাত্রা। বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির আশপাশে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তারপর থেকে শুক্রবার পর্যন্ত একই থাকবে।

weather heat 4

আরও পড়ুন: ২ সংস্থা থেকেই ১০০০ কোটি! তৃণমূলের সাথে ডিয়ার লটারি, গোয়েঙ্কার ‘যোগ’ নিয়ে বিস্ফোরক শুভেন্দু

উত্তরবঙ্গেও ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। সমতলের সবকটি জেলাতেই বহাল রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। তবে কয়েকটি জেলায় আজ বৃষ্টিরও সম্ভাবনা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলঙে, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর