এখনই পদক্ষেপ নয়! হাইকোর্টে বড় জয় পেল বিজেপি, ব্যাকফুটে রাজ্য সরকার

বাংলাহান্ট ডেস্ক : নন্দীগ্রামে বিজেপি (Bharatiya Janata Party) কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না। কলকাতা হাইকোর্ট এমনটাই জানাল। বুধবার এই মামলার শুনানি চলার সময় মৌখিকভাবে বিচারপতি অমৃতা সিনহা জানান, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) আশ্বাস অনুযায়ী, পুলিশ আপাতত এই মামলাগুলির ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।

পাশাপাশি আদালতের (Highcourt) তরফে রাজ্যের কাছে এই মামলাগুলির তদন্তের অগ্রগতির রিপোর্ট চাওয়া হয়েছে। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী মঙ্গলবার। রাজ্যকে ওই দিন জমা দিতে হবে রিপোর্ট। লোকসভা নির্বাচন চলার সময় ও তার আগে ও পরে নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয় ৪৭টি অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তরফে করা হয় এফআইআর।

আরোও পড়ুন : LPG’র দাম সহ আর্থিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে আগামী ১লা জুলাই থেকে। জেনে নিন নতুন নিয়ম

তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলা দিয়ে। সেই অভিযোগ নিয়ে বিজেপি দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ছিল আজ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী পিএস পাটোয়ালিয়া এবং বিল্বদল ভট্টাচার্য আদালতে সওয়াল করেন।

আরোও পড়ুন : গলে গলে পড়ছে হাত, পা! এ কী অবস্থা মার্কিন প্রেসিডেন্টের?

তিনি বলেন, ‘‘ইচ্ছাকৃত ভাবে ওই এলাকার বিজেপি কর্মীদের বিরুদ্ধে এতগুলি মামলা দায়ের করা হয়েছে। এক জন ব্যক্তিই ৩৪টি অভিযোগ করেছেন! তার ভিত্তিতে এফআইআরও দায়ের হয়।’’ আইনজীবীরা জানান এই মামলাগুলি করা হয়েছে ৪ মে থেকে ১২ জুনের মধ্যে। আইনজীবীদের অভিযোগ এর পিছনে রয়েছে চক্রান্ত। বিরোধী দলনেতার আইনজীবীরা এইসব এফআইআর সিবিআই দিয়ে খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন।

bjp 40

রাজ্যের পক্ষ থেকে এই মামলায় বলা হয়েছে, যে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে নির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের নিয়ে। তদন্ত চালানো হোক। অপরাধ হয়েছে কিনা সেই তথ্য উঠে আসুক পুলিশি তদন্তে। এরপর মৌখিকভাবে রাজ্যের এজি বলেন, কাউকে গ্রেফতার করা যাবে না পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। তার সাথে এজি আশ্বাস দেন যে এখনই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না এই বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর