ছেলে-বউমার চাকরির জন্য ১০ লক্ষ দিয়ে বিপাকে বিজেপি নেতা! গেলেন আদালতে

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) শিকার স্বয়ং বিজেপি নেতাই (BJP Leader)। প্রতারিত ব্যক্তির দাবি, চুক্তি করা হয় ৫০ টাকার স্ট্যাম্প পেপারে। তাতে পরিষ্কার লেখা ছিল দু’জনের চাকরি হবে প্রাথমিক স্কুলে, অ্যাডভান্স ১০ লক্ষ টাকা। চাকরিতে যোগ দেওয়ার পর আরও ১৫ লক্ষ টাকা দিতে হবে। অর্থাৎ ২ জনের চাকরির জন্য মোট ২৫ লক্ষ টাকা।

এই চুক্তিতেই পাশের গ্রামের এক ব্যক্তিকে অ্যাডভান্স ১০ লক্ষ টাকা দেন পাঁশকুড়ার পুরুষোত্তমপুর পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বনাথ বেরা। তিনি আবার এলাকায় বিজেপি (BJP) নেতা হিসাবে পরিচিত। কিন্তু তাঁকে হতাশই হতে হয়। চাকরি তো হয়নি, উলটে, টাকাও আর ফেরত পাননি (Fraud) তিনি। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হন বিশ্বনাথবাবু। আদালত অভিযোগ (FIR) দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে।

বিশ্বনাথবাবু সংবাদমাধ্যমে জানান, ‘ছেলে শম্ভুনাথ ও বউমা বিষ্ণুপ্রিয়ার চাকরির জন্য তিনি ওই টাকা তিনি দেন ২০১৫ সালে। কিন্তু চাকরি হয়নি। তারপর থেকেই একাধিকবার অগ্রিমবাবদ দেওয়া টাকা ফেরত চাইলেও ওই ব্যক্তি টাকা ফেরত দেননি।

bjp flag

 

গোটা ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে খবর, একটা সময়ে অভিযোগকারী বিশ্বনাথ বেরা ছিলেন সিপিএমের পার্টি মেম্বার। বাম জমানায় এলাকায় তাঁর দাপটও ছিল বলে শোনা যায়। কিন্তু পরে তিনি বিজেপিতে যোগ দেন।

স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রবীর বেরা বলেন, ‘আমার কাছে বিশ্বনাথবাবু এসেছিলেন সালিশি সভা ডেকে বিহিত করার জন্য। কিন্তু আমি স্পষ্ট বলি, আমায় জানিয়ে এইসব লেনদেন হয়নি। তাই আমি কিছুই করতে পারব না। আপনি আইনের রাস্তায় হাঁটুন।’ অভিযুক্ত ব্যক্তির দাবি, ‘বিশ্বনাথ বেরা তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। এই প্রসঙ্গে, পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার দাবি করেন, ‘এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে।’


Sudipto

সম্পর্কিত খবর