মমতার নির্দেশকে ‘নো-পাত্তা’! ‘মানুষ মরছে, ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ বিস্ফোরক হুমায়ুন

বাংলা হান্ট ডেস্কঃ এক মাস অতিক্রান্ত। আরজি কর ইস্যু নিয়ে এখনও সরগরম বাংলা। মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্যসচিব, মুখ্যসচিব চিঠি দিয়েও কাজ হয়নি। সুপ্রিম কোর্টের তরফ থেকে মঙ্গলবার বিকেল ৫টার ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হলেও আন্দোলনকারীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এই আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

  • কী বললেন হুমায়ুন (Humayun Kabir)?

এদিন আরজি কর ইস্যু (RG Kar Case) নিয়ে মুখ খোলেন তৃণমূল বিধায়ক। হুমায়ুন বলেন, ‘যে কোনও মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। আমরাও আরজি করের নির্যাতিতার দোষীদের কঠোর শাস্তি চাই। প্রতিবাদকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তাই বলে প্রতিবাদকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করবেন, সেটা বরদাস্ত করব না’।

   
  • ‘মানুষ মরছে, ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’

এখানেই না থেমে হুমায়ুন (Humayun Kabir) আরও বলেন, ‘চিকিৎসকরা সরকারি বেতন, ভাতা নিচ্ছেন। মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব। আমরা সেই জায়গায় হাত দিলে কী হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে আমাদেরও প্রতিরোধের অধিকার রয়েছে। মানুষ মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? চিকিৎসকদের ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে’।

আরও পড়ুনঃ ধর্ষণ, খুনের ঘটনার পর এই ‘ভয়ানক’ কাজে মাতেন সন্দীপ! ফাঁস হতেই তোলপাড় রাজ্য

আরজি কর ইস্যু নিয়ে গত এক মাসে প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘উৎসবে ফেরার’ আহ্বান নিয়েও বিস্তর বিতর্ক হয়েছে। এই আবহে মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এই ইস্যু নিয়ে নয়া বার্তা দেন মমতা। এই ইস্যুতে যা বলার তিনি নিজে বলবেন, বাকিদের কথা না বলার নির্দেশ দেন তিনি। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

Trinamool Congress Humayun Kabir Bharatpur

শুধু তাই নয়, জানা যাচ্ছে, জনপ্রতিনিধিদের পুজো এবং নিজ এলাকার কাজে মন দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর মাঝেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনের (Humayun Kabir) এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। এর আগে চিকিৎসকদের বেতন, ভাতা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। পরবর্তীতে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর