বাংলা হান্ট ডেস্ক: এবার গ্রাহকদের জন্য বিরাট সুখবর নিয়ে এল দেশের অন্যতম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা Airtel! গত বৃহস্পতিবার সংস্থাটি ঘোষণা করেছে যে, শীঘ্রই দেশে হাই-স্পিড 5G নেটওয়ার্ক চালু করতে চলেছে তারা।
Airtel বৃহস্পতিবার আরও জানিয়েছে যে, এটি দেশে তার হাই-স্পিড 5G নেটওয়ার্ক চালু করতে প্রস্তুত। কোম্পানিটি এখানে তার লো লেটেন্সি ক্ষমতা প্রদর্শন করেছে। অর্থাৎ, লো লেটেন্সির মাধ্যমে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ডেটা স্ট্রিম করা সম্ভব। ইতিমধ্যেই কিছু IoT সমাধান যেমন ক্লাউড গেমিং, যে কোনো জায়গা থেকে কাজ অ্যাক্সেস করার জন্য পরিধানযোগ্য ডিভাইস এবং গুদাম স্টোরেজ পরিচালনার জন্য ব্যবহৃত ড্রোনগুলি হরিয়ানার মানেসারে এয়ারটেলের নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স সেন্টারে প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও, সংস্থা Immersive video-র মাধ্যমে ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের প্রথম 5G চালিত হলোগ্রামও প্রদর্শন করেছে। এটাই দেশের প্রথম 5G হলোগ্রাম। আমরা সবাই জানি যে, ১৯৮৩-র ঐতিহাসিক বিশ্বকাপের সময়, যখন কপিল দেব জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ১৭৫ রানের ইনিংস তৈরি করেছিলেন, তখন টিভি টেকনিশিয়ানদের ধর্মঘটের কারণে সেই ম্যাচের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।
এদিকে, কোম্পানি এই প্রসঙ্গে জানিয়েছে যে 1 GBPS (প্রতি সেকেন্ডে 1 GB) গতি এবং 20 MS-এর কম লেটেন্সি সহ, 50 জনেরও বেশি ব্যবহারকারী একটি 5G স্মার্টফোনে সেই ম্যাচের পুনরায় তৈরি করা 4K পিক্সেল ভিডিও উপভোগ করেছেন। এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা একাধিক ক্যামেরা কোণ থেকে 360-ডিগ্রি ইন-স্টেডিয়াম ভিউ সহ রিয়েল-টাইমে সেই ম্যাচটি অ্যাক্সেস করতে পারেন।
অনুমান করা হচ্ছে যে, আগামী দুই মাসের মধ্যে 5G স্পেকট্রাম নিলাম করা হবে এবং 5G পরিষেবা আনুষ্ঠানিকভাবে এই বছরের শেষ নাগাদ চালু হবে। এই প্রসঙ্গে ভারতী এয়ারটেলের চিফ টেকনোলজি অফিসার রণদীপ সেখন জানিয়েছেন যে, “আজকের প্রদর্শনীতে, আমরা 5G নেটওয়ার্কের অসীম সম্ভাবনা এবং ডিজিটাল বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অভিজ্ঞতার একটি অতিমাত্রাকে স্পর্শ করেছি।”
পাশাপাশি, তিনি আরও জানান, “আমরা 5G ভিত্তিক হলোগ্রামের মাধ্যমে ভার্চুয়াল অবতারটিকে যে কোনো স্থানে নিয়ে যেতে সক্ষম হব। যা মিটিং, সম্মেলন, লাইভ নিউজ ইত্যাদির জন্য এক যুগান্তকারী বিষয় হিসেবে প্রমাণিত হবে।” তিনি জানিয়েছেন, Airtel এই উদীয়মান ডিজিটাল বিশ্বে 5G-এর জন্য প্রস্তুত এবং ভারতে এর উদ্ভাবনী ব্যবহার প্রচারের মাধ্যমে কাজ করছে।