বাংলাহান্ট ডেস্ক : দেশে এই মুহূর্তে দুটি বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা হল রিলায়েন্স জিও ও এয়ারটেল। প্রতিনিয়তই এই দুটি কোম্পানির মধ্যে চলে জোড় টক্কর। আগে এয়ারটেল বা ভোডাফোনের মত প্রথম সারির টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্ল্যান এর দাম অনেক বেশি থাকলেও পরবর্তীতে জিওর ঠেলায় দাম সস্তা করতে বাধ্য হয়েছে কোম্পানিগুলি।
আসুন আজ আমরা দেখে নিই জিও এবং এয়ারটেলের ২০০ টাকার মধ্যে সাশ্রয়ী প্ল্যান গুলি সম্পর্কে।
প্রথমে দেখা যাক জিওর প্ল্যান গুলি:
১১৯ টাকার প্ল্যান: ১১৯ টাকা রিচার্জ করলে আপনি আপনার জিও নম্বরে পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, যে কোন নম্বরে আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়াও ৩০০ টি এসএমএস। এই প্ল্যানের বৈধতা থাকবে ১৪ দিন।
১৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস দেওয়া হচ্ছে জিওর তরফ থেকে। ২০ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি করে ডাটা।
১৭৯ টাকার প্ল্যান: উপরে উল্লেখিত ১৫৯ টাকার প্যানেল সমস্ত সুবিধাই পাওয়া যায় ১৭৯ টাকার এই রিচার্জে। এক্ষেত্রে এই প্ল্যানে আপনি ২০ দিনের বদলে পাবেন ২৪ দিনের ভ্যালিডিটি।
এবার দেখে নেওয়া যাক এয়ারটেল এর প্ল্যানগুলো সম্পর্কে:
৯৯ টাকার প্ল্যান: এয়ারটেল বেসিক ইউজারদের জন্য ৯৯ টাকার একটি প্ল্যান অফার করে। ৯৯ টাকা রিচার্জ করলে আপনি আপনার এয়ারটেল নম্বরে ২০০ এমবি ডেটাসহ পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা। এছাড়াও পাবেন কল করার জন্য ৯৯ টাকা। সেক্ষেত্রে কলিং চার্জ হবে প্রতি সেকেন্ডে ১ পয়সা।
১৫৫ টাকার প্ল্যান: ১৫৫ টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং ও মোট ৩০০ এসএমএস এর সুবিধা। ২৪ দিনের বৈধতা সহ এই প্লানটিতে আপনি উপরি হিসাবে পাবেন ৩০ দিনের ফ্রি আমাজন প্রাইম ভিডিও ট্রায়াল।
১৭৯ টাকার প্ল্যান: ২৮ দিনের বৈধতা সহ এই প্ল্যানটিতে আপনি পাবেন প্রতিদিন ২ জিবি করে নেট। ৩০০ টি ফ্রি এসএমএস সহ থাকছে আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়াও পেয়ে যাবেন ৩০ দিনের ফ্রি এমাজন প্রাইম ভিডিও ট্রায়াল।