মাথায় হাত Jio-র, অল্প দামে ৩৫ দিনের প্ল্যান লঞ্চ করল Airtel, বেনিফিটস জেনে খুশি হবেন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে ৮ থেকে ৮০ সকলের হাতে রয়েছে স্মার্টফোন (SmartPhone)। আর স্মার্টফোন মানেই সোশ্যাল মিডিয়ার (Social Media) রমরমা। তাই নেট প্যাক তো রিচার্জ করতেই হবে। তবে বর্তমান সময় প্রতিটি টেলিকম কোম্পানি তাদের রিচার্জের অ্যামাউন্ট অনেকেই বাড়িয়ে দিয়েছে। ফলে সমস্যায় পড়ছেন আমজনতা। তবে এসবের মাঝেই খুশির খবর শোনালো এয়ারটেল (Bharti Airtel)।

গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল। এই প্ল্যানটি যদি আপনাকে রিচার্জ করতে হয় তাহলে খরচ করতে হবে ২৮৯ টাকা। আপনি হয়ত ভাবতে পারেন এতে আবার নতুন কি আছে। সব কোম্পানির রিচার্জ এই একই রকম। এখানেই আপনি ভুল করছেন। সবচেয়ে বড় কথা হল এই প্ল্যান ২৮ দিনের জন্য নয় বরং ৩৫ দিনের জন্য।

airtel

হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও গ্রাহকদের কথা চিন্তা করে সম্প্রতি এমনই প্ল্যান চালু করেছে এয়ারটেল। এই প্ল্যানটি যদি আপনাকে বিস্তারিত দেখতে হয় তাহলে আপনি যেতে পারেন এয়ারটেল ওয়েবসাইটে কিংবা মোবাইল অ্যাপে। আপনি চাইলে খুব সহজেই সেখান থেকে করে নিতে পারবেন রিচার্জ। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে কোন কোন সুবিধা পাবেন আপনি।

২৮৯ টাকার প্ল্যানের বিবরণ

২৮৯ টাকার প্ল্যানটি এয়ারটেলের একটি নতুন প্রিপেড প্ল্যান। এই প্ল্যানের বৈধতা ৩৫ দিন। আপনিও যদি এই রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন ৪gb ডেটা, ৩০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং। এছাড়াও পাবেন অতিরিক্ত সুবিধা। যেমন অ্যাপেলো ২৪*৭ সার্কেল, ফ্রি হ্যালোটিউনস, ফ্রি উইঙ্ক মিউজিক।

airtel ১

আপনি যদি সঠিকভাবে হিসেব করেন তাহলে বুঝবেন এই প্ল্যানটি রিচার্জ করলে আপনার দৈনিক খরচ হবে ৮.২৫ টাকা। তবে এর চেয়েও বেশি ভালো প্ল্যান রয়েছে এয়ারটেলের। এক্ষেত্রে আপনাকে ১৯৯ টাকা খরচ করতে হবে। তবে প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিন। এতে আপনি পেয়ে যাবেন ৩ gb ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০ এসএমএস। তবে অবশ্যই মাথায় রাখবেন ১৯৯ টাকার প্ল্যানে কিন্তু আপনি পাবেন না ৫g-র সুবিধা।


additiya

সম্পর্কিত খবর