বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি Telecom Regulatory Authority of India (TRAI)-র নয়া নির্দেশ অনুযায়ী, এবার ভারতের অন্যতম টেলিকম অপারেটর সংস্থা Airtel, ৩০ দিনের বৈধতার সাথে গ্রাহকদের সুবিধার্থে দু’টি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। যদিও, এর আগে Jio, TRAI-এর নয়া নির্দেশিকা অনুযায়ী ৩০ দিনের একটি প্ল্যান চালু করলেও সেটিকে কড়া টক্কর দেবে Airtel-এর এই রিচার্জ প্ল্যান।
এই প্ল্যানগুলির মধ্যে একটির মূল্য হল ৩১৯ টাকা। প্ল্যানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি গ্রাহকদের সম্পূর্ণ ৩০ দিনের বৈধতা উপলব্ধ করে। এদিকে, Airtel-এর এই প্ল্যানের মত Reliance Jio-রও ঠিক একইরকম একটি প্ল্যান থাকলেও সেটির বৈধতা হল মাত্র ২৮ দিনের। সেখানে Airtel গ্রাহকদের ৩০ দিনের বৈধতার সুযোগ দিচ্ছে। উল্লেখ্য যে, Jio-র ওই প্ল্যানের দাম হল ২৯৯ টাকা। তবে, দেখতে গেলে Airtel-এর প্ল্যানটিই গ্রাহকদের জন্য বেশি লাভজনক হবে।
বর্তমান প্রতিবেদনে এই দু’টি প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
Airtel-এর ৩১৯ টাকার রিচার্জ প্ল্যান:
Airtel-এর ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকেরা ৩০ দিনের বৈধতা পান। পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। অর্থাৎ এই প্ল্যান ব্যবহারকারীরা এক মাসে মোট 60GB ডেটার সুবিধা পাবেন, যা একজন ব্যবহারকারীর জন্য যথেষ্ট।
এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি SMS-এর সুবিধা রয়েছে। পাশাপাশি, Airtel Thanks-এর সুবিধা যেমন Wynk Music, Shaw Academy, Apollo 24/7 Circle এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে এই প্ল্যানে।
Jio-র ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে কি সুবিধা মেলে:
Jio-এর ২৯৯ টাকার প্রিপেড প্ল্যানটি Airtel-এর ৩১৯ টাকার রিচার্জ প্ল্যানের থেকে মাত্র ২০ টাকা কম। Jio-এর এই প্ল্যানের সাথে, ব্যবহারকারীরা প্রতিদিন 2GB ডেটার সুবিধা পান। তবে তা শুধুমাত্র ২৮ দিনের জন্যই উপলব্ধ থাকে। তাই এই প্ল্যানে দেওয়া মোট ডেটার পরিমান 56GB। এখন মনে রাখবেন যে, Airtel ২ দিনের অতিরিক্ত বৈধতার সাথে অতিরিক্ত ২০ টাকা চার্জ করে এবং Jio-র থেকে 4GB বেশি ডেটা অফার করে।
এছাড়াও, Jio-এর এই প্ল্যানটির মাধ্যমে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি SMS-এর সুবিধা পাওয়া যায়। পাশাপাশি, এই প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে তা হল Jio অ্যাপের সাবস্ক্রিপশন। তবে, দৈনিক নির্ধারিত ডেটা খরচ করার পরে, Airtel এবং Jio উভয় প্ল্যানেরই গতি কমে 64 Kbps-এ নেমে যাবে।
অতএব, সামগ্রিকভাবে যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে Airtel-এর এই প্ল্যানটি এখানে একটি ভাল বিকল্প কারণ এটি গ্রাহকদের কাছে “Value for money” হিসেবে বিবেচিত হয়। এছাড়াও, যেহেতু এটি একটি ৩০ দিনের প্ল্যান, ব্যবহারকারীরা সহজেই এটি রিচার্জ করতে পারবেন।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…