গ্রাহকদের পকেটে চাপ বাড়াল AIRTEL, বাড়িয়ে দিল প্ল্যানের দাম! এবার খরচ করতে হবে এত টাকা বেশি

বাংলা হান্ট ডেস্কঃ এখন যদি আপনি এয়াটেল (Bharti Airtel) এর মাধ্যমে সস্তার রিচার্জ প্ল্যান চান তবে তা কিন্তু আর লব্ধ নয়। সম্প্রতি Airtel তার ন্যূনতম রিচার্জ প্ল্যানের দাম ৫৭ শতাংশ বৃদ্ধি করেছে। অর্থাৎ ন্যূনতম রিচার্জ প্ল্যানের জন্য ব্যবহারকারীদের এখন পকেট থেকে বেশি টাকা খরচ করতে হবে। সাথেই নতুন প্ল্যানে বেশি টাকা খরচ করলেও প্ল্যান বৈধতা পাওয়া যাচ্ছে কম। আসুন জেনে নিন বিস্তারিত।

ন্যূনতম রিচার্জ প্ল্যানের দাম প্রায় ৫৭ শতাংশ বাড়িয়েছে ভারতীয় এয়ারটেল। আপাতত, বর্ধিত দামের প্রভাব হরিয়ানা ও ওড়িশার ব্যবহারকারীদের বহন করতে হবে । সাথেই কোম্পানি দুটি সার্কেলে ১৫৫ টাকার নিচে ভয়েস এবং এসএমএস সুবিধা সহ সমস্ত প্ল্যান সরিয়ে দিয়েছে।

অর্থাৎ, ব্যবহারকারীদের এখন প্রতি মাসে সর্বনিম্ন ১৫৫ টাকা রিচার্জ করতে হবে। না! কোম্পানি কোনো নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেনি, বরং পূর্বের ৯৯ টাকার বেসিক রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে ।
গ্রাহকরা এই প্ল্যানের মাধ্যমে ২৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, ১ GB ডেটা এবং ৩০০ SMS এর সুবিধা পেতে পারেন।

যেসকল ব্যবহারকারী এতদিন পর্যন্ত এয়ারটেলকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করছিলেন, এখন তাদের কাছে আর সস্তার বিকল্প থাকবে না। যেহেতু, কোম্পানি ১৫৫ এর কম টাকার সমস্ত SMS এবং ভয়েস কলিং প্ল্যান বন্ধ করে দিয়েছে। তাই ব্যবহারকারীদের SMS সুবিধা পাওয়ার জন্য এখন গুনতে হবে ১৫৫ টাকা।

Untitled rrrr

এবার চলুন জেনে নি এয়ারটেল ৯৯ টাকায় কি কি সুবিধা প্রদান করে। ৯৯ টাকার রিচার্জ প্ল্যানে, গ্রাহকরা ফুল টকটাইম এবং ২০০ MB ডেটা পান। এবং এই প্ল্যানে ২৮ দিনের বৈধতা পাওয়া যায় । অর্থাৎ, ব্যবহারকারীরা এখন ১৫৫ টাকা অর্থাৎ বেশি টাকা খরচ করার পরেও কম বৈধতার একটি রিচার্জ প্ল্যান পাবেন। সবমিলিয়ে বারংবার Airtel ন্যূনতম রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ায় ফলে মন ভার গ্রাহকদের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর