এবার মার্কেটে খেল দেখাবে Airtel! ৮৪ দিনের এই রিচার্জেই হবে বাজিমাত, আর টিকতে পারবে না Jio

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স জিওকে টেক্কা দিতে সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল (Bharti Airtel)। এয়ারটেলের এই প্ল্যানে বেকায়দায় পড়বে ভি, এয়ারটেল, বিএসএনএল। ৮৪ দিনের বৈধতার এই রিচার্জ প্ল্যান ৫০০ টাকারও কমে দিচ্ছে এয়ারটেল। ইন্টারনেট থেকে আনলিমিটেড ফোন কলস ও এসএমএসের সুবিধা থাকছে এয়ারটেলের এই প্ল্যানে।

৮৪ দিনের বৈধতা সম্পন্ন এই রিচার্জ প্ল্যানের মূল্য ৪৫৫ টাকা। আনলিমিটেড ফোন কলস ও ৯০০টি এসএমএসের সুবিধা থাকছে এই প্ল্যানে। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সাথে পেয়ে যাবেন ৬ জিবি ডেটা।এয়ারটেলের পাশাপাশি Vodafone-Idea’রও এই ধরনের একটি প্ল্যান নিয়ে রয়েছে। ৪৫৯ টাকা থেকে শুরু হচ্ছে এই রিচার্জ প্ল্যান। 

আরোও পড়ুন : কামাল করতে পারল না ‘কথা’! হাড্ডাহাড্ডি লড়াই পর্ণা-ফুলকির? TRP লিস্টে কে হল সেরার সেরা?

এতে গ্রাহকরা পেয়ে যাবেন ৮৪ দিনের বৈধতা। আনলিমিটেড ভয়েস কলিং এর পাশাপাশি থাকছে ১০০০ এসএমএস পাঠানোর সুযোগ। এই প্ল্যানের সাথে গ্রাহকরা পাবেন ৬ জিবির ডেটা। এছাড়াও ৪২৯ টাকার একটি প্ল্যান রয়েছে ভি’র। এই রিচার্জে পাওয়া যায় ৭৮ দিনের বৈধতা।

airtel recharge plan

যে সকল গ্রাহকদের কম ইন্টারনেট ব্যবহার করতে হয় তাদের জন্য এই প্ল্যানগুলি আদর্শ। কম খরচে একদিকে যেমন এই প্ল্যানে পাওয়া যায় অধিক দিনের বৈধতা, তার সাথে থাকে আনলিমিটেড ফোন কল করার সুবিধা। ৪৫৯ টাকার প্ল্যানের মতোই এই প্ল্যানে একই সুবিধা পাওয়া যায়। তবে এর বৈধতা কিছু কম।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X