বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সময়ে সমস্ত টেলিকম সংস্থাগুলো নিজেদের রিচার্জ প্ল্যানের মূল্য বাড়িয়ে দেওয়ায়, কিছুটা সমস্যায় পড়েছেন গ্রাহকরা। এই দুর্মূল্যের বাজারে একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ এবং অন্যদিকে মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ায় বেশকিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। সেই কারণে গ্রাহকদের সুবিধার্থে এক সস্তার প্ল্যান নিয়ে এল Airtel।
Airtel-র এই নতুন প্ল্যানে ১০০ টাকাও খরচ করতে না গ্রাহকদের, আর পেয়ে যাবেন কলিং-র সুবিধার সঙ্গে SMS-র সুবিধাও। যেখানে গ্রাহকদের ৯৯ টাকা রিচার্জেই মিলবে SMS-র সুবিধা। সেইসঙ্গে ৯৯ টাকার রিচার্জে ৯৯ টাকারই টকটাইম মিলবে। ১ পয়সা প্রতি সেকেন্ডের কলিং-র সুবিধার সঙ্গে লোকাল SMS-এ এক টাকা করে চার্জ এবং STD SMS-র ক্ষেত্রে ১.৫ টাকা করে চার্জ পড়বে।
এখানেই শেষ নয়, এই প্ল্যানে গ্রাহকরা এই সকল সুবিধার সঙ্গে পাবেন ২০০ MB ডেটাও। আর এক্ষেত্রে বৈধতা থাকছে ২৮ দিন। অর্থাৎ যাদের খুব বেশি একটা ইন্টারনেটের প্রয়োজন হয় না, সেইসকল গ্রাহকরা স্বাচ্ছন্দেই এই প্ল্যান রিচার্জ করাতে পারবেন।
অন্যদিকে, ৯১ টাকা দিয়ে একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে Jio। যেখানে গ্রাহক প্রতিদিনি ১০০ এমবি করে ডেটা পাবেন। সঙ্গে জিও আপনাকে ২০০ এমবি অতিরিক্ত ডেটাও প্রদান করবে। যার ফলে আপনি পেয়ে যাবে মোট ৩ জিবি ডেটা। এই প্ল্যানে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলের সুবিধা পাবেন গ্রাহকরা। সেইসঙ্গে থাকছে মোট ৫০ টি SMS সুবিধাও। এক্ষেত্রে বৈধতা থাকছে ২৮ দিন।