বাম্পার অফার Airtel-র! এবার এই ১৩ টি শহরে নিশ্চিন্তে ব্যবহার করুন ফ্রি আনলিমিটেড ইন্টারনেট

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে 5G পরিষেবা (5G Service) শুরু হয়েছে। এমতাবস্থায়, এই পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে জোরকদমে মাঠে নেমেছে টেলিকম সংস্থাগুলি। সেই দৌড়ে পিছিয়ে নেই Airtel-ও। গত ১ অক্টোবর থেকেই Aitel দিল্লি থেকে 5G পরিষেবা শুরু করেছে। তবে, এখন তাদের 5G পরিষেবার পরিধি বেড়ে হয়েছে ১৩ টি শহরে।

এমন পরিস্থিতিতে, আপনি যদি এই ১৩ টি শহরের মধ্যে কোনো একটির বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনার জন্য একটি বড় সুখবর রয়েছে। মূলত, Airtel তার রোল প্ল্যান দ্রুত সম্পন্ন করতে কাজ করছে। শুধু তাই নয়, এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল রোলআউট সম্পূর্ণরূপে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত, আপনি বিনামূল্যে 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ, এর জন্য কোনোরকম চার্জ দিতে হবে না আপনাকে। যার ফলে অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই উচ্চ গতির Airtel 5G Plus নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এমতাবস্থায়, ওই ১৩ টি শহরের বাসিন্দারা বিনামূল্যে আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবাও ব্যবহার করতে পারবেন।

এই স্থানগুলিতে 5G পরিষেবা উপলব্ধ রয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই গুরুগ্রামে Airtel 5G পরিষেবা উপলব্ধ করা হয়েছে। এছাড়া, Airtel 5G Plus পরিষেবা বর্তমানে DLF সাইবার হাব, DLF ফেজ 2, MG রোড, রাজীব চক, IFFCO চক, অ্যাটলাস চক, উদ্যোগ বিহার, নির্ভানা কান্ট্রি, গুরগাঁও রেল স্টেশন, সিভিল লাইনস, আরডি সিটি, হুডা সিটি সেন্টার, গুরুগ্রাম ন্যাশনাল হাইওয়ের মত স্থানগুলিতে উপলব্ধ রয়েছে। যদিও, বর্তমানে Airtel সমস্ত শহর জুড়ে পরিষেবা উপলব্ধ করার জন্য কাজ করছে বলেও জানা গিয়েছে।

airtel 5G 1 1

পাওয়া যাবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা: এই প্রসঙ্গে Airtel-এর তরফে দাবি করা হয়েছে যে, গ্রাহকেরা বর্তমান 4G-র তুলনায় 5G-তে ২০-৩০ গুণ বেশি উচ্চ-গতির আল্ট্রাফাস্ট নেটওয়ার্ক পাবেন। যা ব্যবহারকারীদেরকে গেমিং, মাল্টিপল চ্যাটিং, তাৎক্ষণিক ফটো আপলোডিং এবং HD ভিডিও স্ট্রিমিংয়ের মতো সুবিধা প্রদান করবে। এছাড়াও, এর সাহায্যে HD ভিডিও স্ট্রিমিং, গেমিং, মাল্টিপল চ্যাটিং, তাৎক্ষণিক ফটো আপলোডিংয়ের ক্ষেত্রে সুপারফাস্ট অ্যাক্সেসও পাওয়া যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, হায়দ্রাবাদে ভারতের প্রথম লাইভ 5G নেটওয়ার্ক চালু করা থেকে শুরু করে ভারতের প্রথম 5G চালিত হলোগ্রাম পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে 5G ইনোভেশনের কাজে Airtel সবচেয়ে এগিয়ে রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর