বাংলা হান্ট ডেস্ক: ব্যবসার ক্ষেত্রে এবার নতুন একটি ইনিংস শুরু করতে চলেছে ভারতের অন্যতম টেলিকম সংস্থা Airtel। আসলে, এয়ারটেল একটি নতুন সাব-ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে যেটি হোম সার্ভিল্যান্স সলিউশন ব্যবসায় প্রবেশ করতে প্রস্তুত।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই কোম্পানি দিল্লি NCR-এর X-safe ব্র্যান্ডের অধীনে স্মার্ট হোমগুলির জন্য নতুন নজরদারি পরিষেবার একটি পাইলট পরীক্ষা শুরু করেছে।
যেই কারণে আপাতত, এটি শুধুমাত্র রাজধানী শহর দিল্লির কিছু এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের কাছে উপলব্ধ রয়েছে। প্রতি মাসে ৯৯ টাকা দিয়ে পরিষেবাটি নেওয়া যেতে পারে। পাশাপাশি, গ্রাহকরা ৯৯৯ টাকার বার্ষিক সাবস্ক্রিপশনও বেছে নিতে পারেন।
এক্স-সেফ সলিউশনের এই পরিষেবায় থাকছে কিছু শক্তিশালী ক্যামেরা। যেগুলি বাড়ির ভেতরের পাশাপাশি বাইরেও সজাগ দৃষ্টি রাখবে। এই HD ক্যামেরাগুলিতে থাকছে H.265 কম্প্রেশন, 360-ডিগ্রি ভিউ, কালার নাইট ভিশন, IP67 রেটিং, প্রাইভেসি শাটার এবং হিউম্যান ডিটেকশনের মতো উন্নত বৈশিষ্ট্য।
এছাড়াও, পরিষেবাটিতে FTTH ব্রডব্যান্ড সংযোগ এবং টেলকো গ্রেড ক্লাউড স্টোরেজ অন্তর্ভুক্ত রয়েছে। এটি Airtel-এর পক্ষ থেকে প্রথম সাবস্ক্রিপশন-ভিত্তিক নজরদারি প্রকল্প যার সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের স্মার্টফোন থেকে যে কোনো সময় বাড়ির ভিতরে এবং বাইরে উভয় দিকে নজরদারি করতে সক্ষম হবেন।
জানা গিয়েছে, স্মার্ট ক্যামেরার এককালীন খরচ গ্রাহকদের বহন করতে হবে। কোম্পানির ক্লাউড স্টোরেজে মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশনের সাহায্যে অ্যাক্সেস অন্তর্ভুক্ত করা যাবে যেখানে ভিডিওগুলি সংরক্ষণ করা হবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, সংস্থাটি বর্তমানে গ্রাহকদের বেছে নেওয়ার জন্য তিনটি ক্যামেরার বিকল্প অফার করছে।
প্রসঙ্গত উল্লেখ্য, স্মার্ট হোম গ্যাজেটগুলি ধীরে ধীরে ভারতীয় বাজারে তাদের পথ তৈরি করছে এবং ক্রমশ জনপ্রিয় হচ্ছে। পাশাপাশি, Airtel-এর মত প্রতিষ্ঠিত কোম্পানি এই ব্যবসায় নামলে এর বাজার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।