এক মাসে পা গোল্লার, খুদের একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করলেন ভারতী

বাংলাহান্ট ডেস্ক: গত এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ভারতী সিং (Bharti Singh)। তাঁর ও হর্ষ লিম্বাচিয়ার পরিবার এখন সম্পূর্ণ। শুটিংয়ের চাপ সামলে গোল্লাকেও সমান ভাবে সময় দেন দুজনে। হ‍্যাঁ, ছেলেকে এই মিষ্টি নামেই ডাকেন ভারতী। তাঁর জীবনের অধিকাংশটা সময়টা জুড়েই এখন একরত্তি গোল্লা।

সবে এক মাস বয়স হয়েছে পুঁচকের। সেই উপলক্ষে ছেলের ছবি দিয়ে সোশ‍্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন ভারতী। ছেলেকে কোলে নিয়ে আদর করতে দেখা গিয়েছে বাবা হর্ষকেও। ছেলের কপালে চুমু খেয়ে ছবি শেয়ার করেছেন ভারতী। তবে গোল্লার মুখ এখনো প্রকাশ‍্যে আনেননি তিনি। ইমোজি দিয়ে আপাতত ছেলের মুখ ঢেকে রেখেছেন ভারতী হর্ষ।

IMG 20220426 005600 1
গত ৩ রা এপ্রিল মা হয়েছেন মহিলা কৌতুকশিল্পী। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী। কিন্তু সন্তান জন্মের পর এক সপ্তাহ হতে না হতেই কাজে ফেরায় ট্রোলডও হয়েছেন তিনি। কিন্তু পালটা উত্তর দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি তো মা। তাই সন্তানের ভালটা সবথেকে ভাল তিনিই বুঝবেন।

Bharti Haarsh1
ট্রোলের উত্তরে ভারতী বলেন, তাঁদের অতটাও সুবিধা নেই যে ডেলিভারির পর বাড়িতে বসে আরাম করবেন। এমন অনেক মেয়েই আছে যারা এক সপ্তাহের শিশুকে বাড়িতে রেখে আসতে বাধ‍্য হন। তিনি বলেন, অনেক কাজ আছে, সেগুলো করতে হয়।

Bharti Haarsh2
তার জন‍্য সন্তানকে বাড়িতে রেখে আসতেই হয়। তবে তাঁর সঙ্গে গোটা পরিবার রয়েছে। তাঁরা সকলেই নবজাতকের খেয়াল রাখছেন। ভারতী জানান, তিনি যথেষ্ট পরিমাণ দুধ পাম্প করে রেখে আসেন বাড়িতে। সদ‍্যোজাত সেটাই খায়। এমনকি তাঁর বাড়ির সদস‍্যরা গোল্লাকে এতটাই ভালবাসেন যে এখন খুদেকে ছেড়ে কোথাও যেতেই রাজি হচ্ছেন না তাঁরা।

সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে ভারতী জানান যে তাঁরা সপরিবারে কোথাও একটা লাঞ্চ করতে যাবেন বলে তৈরি হচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সমস্ত পরিকল্পনা নাকচ করে দেন তাঁর পরিবারের সদস‍্যরা। কারণ তাঁরা বাড়িতে গোল্লার সঙ্গে সময় কাটাতে চান। শেষমেষ রেগেমেগে ভারতী নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন।

Niranjana Nag

সম্পর্কিত খবর