দাড়ি গোঁফ নিয়ে মজা করে শিখদের ভাবাবেগে আঘাত, এফআইআর দায়ের হতেই ক্ষমা চাইলেন ভারতী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়া বিতর্ক থেকে অব‍্যাহতি মিলছে না কমেডিয়ান ভারতী সিংয়ের (Bharti Singh)। কিছুদিন আগেই সদ‍্যোজাত সন্তানকে বাড়িতে রেখে কাজে আসার জন‍্য একপ্রস্থ সমালোচনার শিকার হয়েছিলেন কৌতুকশিল্পী। এবার শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার জন‍্য পুলিসে অভিযোগ দায়ের হল ভারতীর নামে।

ঠিক কী হয়েছে? ভারতীর একটি পুরনো ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে দাড়ি ওয়ালা পুরুষদের বিদ্রুপ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভিডিওতে অভিনেত্রী জ‍্যাসমিন ভাসিনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ভারতীকে বলতে শোনা যায়, “দাড়ি গোঁফের অনেক সুবিধা আছে। দুধ খেয়ে মুখে একটু দাড়ি ঢুকিয়ে নিন, শিমুইয়ের মতো খেতে লাগবে পুরো।”


তিনি মজা করে আরো বলেন, যাদের দাড়ি আছে তাদের উকুনেরও সমস‍্যা হয়। কিন্তু ভারতীর এই মজা ভাল ভাবে নেননি শিখ সম্প্রদায়ের একাংশ। শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির তরফে সোমবার রাতে অমৃতসরে এফআইআর দায়ের করা হয় ভারতীর বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

নেটিজেনদের একাংশ এমনো অভিযোগ করেছেন, বিয়ের পরে ভারতী নিজের পঞ্জাবি রীতিনীতি, সংষ্কৃতি সব ভুলে গিয়েছেন। হর্ষ লিম্বাচিয়ার গুজরাতি পরিবারে বিয়ে হয়ে নিজের শিকড়কে ভুলে গিয়েছেন তিনি। এরপরেই তড়িঘড়ি ক্ষমা প্রার্থনা করে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতী।


ভিডিওতে ভারতী বলেন, “গত কয়েকদিন ধরে আমার একটি ভিডিও ভাইরাল হচ্ছে। অভিযোগ করা হচ্ছে যে আমি দাড়ি গোঁফ নিয়ে মজা করেছি। আমি ভিডিওটি একাধিক বার দেখেছি আর সবাইকে অনুরোধও করছি ভিডিওটি দেখার জন‍্য। কারণ আমি ধর্ম ও সম্প্রদায় সম্পর্কে অপমানজনক কিছুই বলিনি। আমি কোনো পঞ্জাবিকে বিদ্রুপ করিনি।”

https://www.instagram.com/tv/Cdm8YIfoMXq/?igshid=YmMyMTA2M2Y=

জোড়হাতে ভারতী আরো বলেন, তিনি তাঁর বন্ধুর সঙ্গে বসে মজা করছিলেন। তবে তাঁর কথায় যদি কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকে, তবে তিনি হাত জোড় করে ক্ষমা চাইছেন। ভারতী বলেন, “আমি অমৃতসরে জন্মেছিলাম আর এটা আমি সেটাকে চিরদিন সম্মান করে এসেছি। আমিও একজন গর্বিত পঞ্জাবি।”

X