বাংলাহান্ট ডেস্ক: মা হতে চলেছেন বলিউডের ‘কমেডি কুইন’ ভারতী সিং (Bharti Singh)। বহু জল্পনা কল্পনার পর অবশেষে সন্তান আসার খবরে শিলমোহর দেন ভারতী ও হর্ষ লিম্বাচিয়া। অন্তঃসত্ত্বা অবস্থাতেও অবশ্য কাজ বন্ধ করেননি জনপ্রিয় কমেডিয়ান। স্বামীকে সঙ্গে নিয়ে ‘হুনরবাজ’ নামে একটি নতুন রিয়েলিটি শোতে সঞ্চালনার কাজ করছেন তিনি।
সম্প্রতি সেই শোয়ের মঞ্চেই সাধ খাওয়ানো হয় ভারতীকে। তাও আবার তাঁকে সারপ্রাইজ দিয়ে। শোয়ের বিচারকের আসনে রয়েছেন করন জোহর, পরিণীতি চোপড়া, মিঠুন চক্রবর্তীরা। ভারতীর স্বামী হর্ষের সঙ্গে পরিকল্পনা করে তিনজনে মিলে তাঁকে সারপ্রাইজ দেন। আসন্ন সেই পর্বের প্রোমো ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে ভারতীকে মঞ্চে নিয়ে আসছেন হর্ষ। শোয়ের মাঝেই তাঁর সাধের অনুষ্ঠান হচ্ছে। চোখ খুলতেই বিচারকরা ‘সারপ্রাইজ’ বলে চমকে দেন ভারতীকে। করন বলেন, এই প্রথম বার কোনো ভারতীয় রিয়েলিটি শোয়ের মঞ্চে একজন গর্ভবতী সঞ্চালিকার সাধের অনুষ্ঠান হচ্ছে।
হর্ষ মজা করে কটাক্ষ করেন, করন পরিণীতিরা কোনো উপহার ছাড়াই চলে এসেছেন সাধের অনুষ্ঠানে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলে ওঠেন, তিনি সোনার উপহার নিয়ে এসেছেন। যদিও পরে উপহারের বাক্স খুলতেই রেগে আগুন ভারতী। আসলে পরিণীতি সোনার নয়, বরং ঘুমানোর জন্য একটি চোখের মাস্ক উপহার নিয়ে এসেছিলেন। মজার ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হুনরবাজে সঞ্চালনার খবর জানিয়ে ভারতী ঘোষনা করেছিলেন, তিনিই দেশের প্রথম ‘গর্ভবতী সঞ্চালক’। অন্তঃসত্ত্বা অবস্থায় শোয়ের সঞ্চালনা করে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবেন বলে দাবি করেছিলেন ভারতী। চ্যানেলের তরফে শেয়ার করা ভিডিওতে প্রথম বার অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করার অভিজ্ঞতা জানান তিনি। তিনি জানান, শুটের প্রথম দিনে শুভেচ্ছার পরিবর্তে সতর্কবার্তা পেয়েছিলেন তিনি।
https://www.instagram.com/tv/CZ13li-jikQ/?utm_medium=copy_link
আসলে তাঁর পরিবার, বিশেষ করে তাঁর মা মেয়ের এই সিদ্ধান্ত নিয়ে না খুশ ছিলেন। কিন্তু সিদ্ধান্ত বদলাননি ভারতী। নিজের মাকে উদ্দেশ্য করে ভিডিওতে তিনি বলেন, “মা আমি তোমার ও দুনিয়াতে যত মায়েরা রয়েছেন সবার ধারনা বদলে দেব। আমি ভারতের প্রথম অন্তঃসত্ত্বা সঞ্চালক হব।”
স্বভাবজাত মজা করতে ছাড়েননি ভারতী। তিনি বলেন, চ্যানেল কর্তৃপক্ষ তিনজনকে (তিনি, স্বামী হর্ষ ও আসন্ন সন্তান) কে দিয়ে কাজ করাচ্ছে, অথচ পারিশ্রমিক দিচ্ছে মাত্র দুজনকে। ভারতী জানিয়েছিলেন, গর্ভাবস্থার নবম মাস পর্যন্ত কাজ করতে চান তিনি। তাঁদের সন্তান যাতে ভবিষ্যতে মায়ের মতোই কঠোর পরিশ্রম করে সেটাই কামনা ভারতীর।