সংসার বাড়ছে ভারতীর, প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন কমেডিয়ান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আরো এক নতুন সদস‍্য জুড়তে চলেছে বলিউড পরিবারে। প্রথম সন্তানকে পরিবারে স্বাগত জানাতে চলেছেন কমেডিয়ান ভারতী সিং (bharti singh) ও হর্ষ লিম্বাচিয়া। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। কিছুদিনের জন‍্য কাজ থেকেও নাকি বিরতি নিয়েছেন ভারতী।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, আপাতত কয়েক দিনের জন‍্য বিরতি নিয়েছেন এই জনপ্রিয় কমেডিয়ান। তারপর ফের ‘দ‍্য কপিল শর্মা শো’ তে যোগ দেবেন তিনি। ভারতীর কী বক্তব‍্য এ বিষয়ে? সংবাদ মাধ‍্যমকে তিনি বলেন, “আমি স্বীকার অস্বীকার কোনোটাই করব না। কিন্তু যখন সঠিক সময় আসবে তখনি আমি প্রকাশ‍্যে এ বিষয়ে কথা বলব। কেউ এ ধরনের বিষয় লুকিয়ে রাখতে পারে না। তাই আমি যখনি এটা প্রকাশ‍্যে আনি না কেন, সর্বসমক্ষেই বলব।”


২০১৭ সালে পরিচালক হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতী। তারপর থেকেই তাঁর জীবনে পরিবর্তনের শুরু। আগেই শোনা গিয়েছিল পরিবার বাড়ানোর ব‍্যাপারে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন তাঁরা। বেশ কয়েক মাসে এই বিষয়ে ভারতীর একটি মন্তব‍্য বেশ ভাইরাল হয়েছিল নেটমাধ‍্যমে।

ভারতীকে পাপারাৎজি জিজ্ঞাসা করেছিল মামা কবে হবেন তারা? তাতে ভারতী যা উত্তর দিয়েছিলেন তা ভাইরাল হয়ে গিয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। এক মুহূর্ত চুপ থেকে পাপারাৎজির দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, “এবার তো সকলেই বাচ্চার জন‍্য অপেক্ষা করছেন। আপনারা শুধু একটু একা ছাড়ুন আমাদের। তবেই না কিছু করতে পারব”। ভারতীর ভিডিওটি ভাইরাল হতেই হাসির রোল উঠেছিল নেটপাড়ায়।

ভারতী হর্ষ আগে জানিয়েছিলেন যে ২০২০ তেই সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছিলেন তাঁরা। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই তারা পরিবার পরিকল্পনা শুরু করেছেন বলে খবর। এখন শুধু অপেক্ষা ভারতীর সুখবরটা দেওয়ার।

X