আগামী মাসেই ডেলিভারি, অন্তঃসত্ত্বা ভারতীর দাবি, এখনি সন্তান নেওয়ার ইচ্ছা ছিল না!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হতে চলেছেন ভারতী সিং (Bharti Singh)। দেশের মহিলা কৌতুকশিল্পীদের মধ‍্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম দিকেই আসবে তাঁর নাম। সকলকে হাসানো যাঁর প্রতিদিনের কাজ, তাঁর বাড়িতেই আসতে চলেছে একরাশ আনন্দ। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আগামী এপ্রিল মাসেই প্রথম সন্তান আসতে চলেছে ভারতী হর্ষের সংসারে।

অনেক দিন ধরেই জল্পনা কল্পনা চলছিল সুখবর নিয়ে। অবশেষে নিজেদের ইউটিউব চ‍্যানেলে একটি বিশেষ ভ্লগের মাধ‍্যমে নতুন সদস‍্য আসার খবর জানান ভারতী হর্ষ। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌতুকশিল্পী জানিয়েছেন, প্রথম আড়াই মাস নাকি গর্ভাবস্থার খবরটা নিজেই জানতেন না তিনি!


ভারতী জানান, তিনি দিব‍্যি খাচ্ছিলেন দাচ্ছিলেন, দৌড়াদৌড়ি এমনকি নাচও ক‍রছিলেন। একদিন পরীক্ষা করাতে গিয়ে পজিটিভ ফলাফল আসায় চমকে গিয়েছিলেন ভারতী। তিনি স্পষ্টই জানান, এই মুহূর্তে সন্তান নেওয়ার ইচ্ছা তাঁদের ছিল না। তবে হর্ষের মতে, সন্তান দু বছর আগে আসুক বা পরে তাঁদের কোনো সমস‍্যা নেই।

নিজেকে দেশের প্রথম ‘গর্ভবতী সঞ্চালক’ এর তকমা দিয়েছেন ভারতী। অন্তঃসত্ত্বা অবস্থায় শোয়ের সঞ্চালনা করে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবেন বলে দাবি করেছিলেন তিনি। ভারতীর দাবি, গর্ভাবস্থার নবম মাস পর্যন্ত কাজ করতে চান তিনি। তাঁদের সন্তান যাতে ভবিষ‍্যতে মায়ের মতোই কঠোর পরিশ্রম করে সেটাই কামনা ভারতীর।

সি সেকশনে তাঁর খুব ভয়। পরবর্তীকালে অনেক যন্ত্রণা সহ‍্য করতে হয়। পাশাপাশি তিনি সন্তান সামলে কাজও করবেন। তাই নর্মাল ডেলিভারিই করতে চান ভারতী। এর জন‍্য একদিন অন্তর অন্তর যোগাভ‍্যাস করছেন তিনি।

ভারতী বলেন, “আমি নিয়মিত শরীরচর্চা করছি। চিকিৎসকের পরামর্শ মতো চলছি যাতে নর্মাল ডেলিভারি করানো যায়। সকাল বেলা অন্তত এক ঘন্টা হাঁটি আমি। এছাড়াও ট্রেনারের পরামর্শ মতো যোগাভ‍্যাস করি নিয়মিত।”

সম্পর্কিত খবর

X