বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় কৃষক ইউনিয়ন (BHANU) এর রাষ্ট্রীয় সভাপতি ভানু প্রতাপ সিং বলেন, ২৬ জানুয়ারি আমি বুঝে গিয়েছিলাম যে যতগুলো সংগঠন সিঙ্ঘু বর্ডার, গাজীপুর বর্ডার, টিকরি বর্ডারে আন্দোলন করছে, তাঁদের সবাইকে কংগ্রেসই পাঠিয়েছে। এঁরা সব কংগ্রেসের সংগঠন। কংগ্রেসই তাঁদের টাকা দিচ্ছে।
#WATCH 26 जनवरी को हमें मालूम पड़ा था कि जितने भी संगठन सिंघु बॉर्डर, गाज़ीपुर बॉर्डर, टिकरी बॉर्डर पर आंदोलन कर रहे थे। ये सब कांग्रेस के खरीदे हुए और कांग्रेस के भेजे हुए संगठन थे। कांग्रेस इनको फंडिंग कर रही थी: भारतीय किसान यूनियन (भानु) के राष्ट्रीय अध्यक्ष भानु प्रताप सिंह pic.twitter.com/lEivlJe1G3
— ANI_HindiNews (@AHindinews) March 15, 2021
ভানু প্রতাপ সিং বলেন, যখন আমরা জানতে পারি যে ২৬ জানুয়ারি পুলিশকে নিশানা করা হয়েছে, লাল কেল্লায় অন্য ঝাণ্ডা তোলা হয়েছে। তখনই আমরা সংকল্প নিই যে এদের সঙ্গে আর থাকব না। এরপরই আমরা আন্দোলন ছেড়ে দিই।
We'll talk to the Centre for a solution & tell them to form a farmers' committee which will advise on MSP. So far demands are not met as those who've been sent by others want to delay it for 4-5 years. This can only be terrorists' words & not of Indian farmers: BKU (Bhanu) chief pic.twitter.com/JGTo8PYyT1
— ANI (@ANI) March 15, 2021
ভানু প্রতাপ সিং বলেন, আমরা সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের সঙ্গে কথা বলব আর কেন্দ্রকে একটি কৃষক সমিতি গঠন করার জন্য বলব। ওই সমিতি MSP নিয়ে পরামর্শ দেবে। এখনও আমাদের দাবি পূরণ হয়নি, কারণ যাদের অন্যরা পাঠিয়েছে, তাঁরা এই সমস্যা সমাধানের জন্য চার-পাঁচ বছর দেরি করতে চায়।