কংগ্রেস আন্দোলনরত কৃষকদের টাকা দিয়ে কিনেছে, ওরা নিজেদের লোক পাঠিয়েছে! বিস্ফোরক দাবি কৃষক নেতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় কৃষক ইউনিয়ন (BHANU) এর রাষ্ট্রীয় সভাপতি ভানু প্রতাপ সিং বলেন, ২৬ জানুয়ারি আমি বুঝে গিয়েছিলাম যে যতগুলো সংগঠন সিঙ্ঘু বর্ডার, গাজীপুর বর্ডার, টিকরি বর্ডারে আন্দোলন করছে, তাঁদের সবাইকে কংগ্রেসই পাঠিয়েছে। এঁরা সব কংগ্রেসের সংগঠন। কংগ্রেসই তাঁদের টাকা দিচ্ছে।

ভানু প্রতাপ সিং বলেন, যখন আমরা জানতে পারি যে ২৬ জানুয়ারি পুলিশকে নিশানা করা হয়েছে, লাল কেল্লায় অন্য ঝাণ্ডা তোলা হয়েছে। তখনই আমরা সংকল্প নিই যে এদের সঙ্গে আর থাকব না। এরপরই আমরা আন্দোলন ছেড়ে দিই।

ভানু প্রতাপ সিং বলেন, আমরা সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের সঙ্গে কথা বলব আর কেন্দ্রকে একটি কৃষক সমিতি গঠন করার জন্য বলব। ওই সমিতি MSP নিয়ে পরামর্শ দেবে। এখনও আমাদের দাবি পূরণ হয়নি, কারণ যাদের অন্যরা পাঠিয়েছে, তাঁরা এই সমস্যা সমাধানের জন্য চার-পাঁচ বছর দেরি করতে চায়।

সম্পর্কিত খবর

X