বাংলাহান্ট ডেস্ক: এবারের ভাইফোঁটা প্রথা ভাঙার উৎসব। ভাইফোঁটার পাশাপাশি বোনদের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটাও পালন করেছেন তারকারা। অপরদিকে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (bhaswar chatterjee) পৌঁছে গেলেন সোনাগাছিতে। সেখানকার মহিলাদের থেকে ফোঁটা নিলেন, উপহার দিলেন। সব মিলিয়ে জমজমাট ভাইফোঁটার অনুষ্ঠান।
সমাজের তথাকথিত ‘অচ্ছ্যুৎ’ মানুষদের পাশে সবসময়ই দাঁড়িয়েছেন ভাস্বর। দূর্গাপুজোর আগে যেমন নতুন জামাকাপড় দিয়েছিলেন তেমনি এবার ভাইফোঁটায় ‘দিদি’দের কাছ থেকে ভাইফোঁটাও নিলেন অভিনেতা। দুর্বার মহিলা সমন্বয় কমিটির পরিচালনায় আয়োজিত হয়েছিল ভাইফোঁটার অনুষ্ঠান। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভাস্বর।
তিনি লিখেছেন, ‘কী সুন্দর ভাইফোঁটাই না কাটল আজ! রেড লাইট এরিয়া (সোনাগাছি)র আমার দিদিদের সঙ্গে এই বিশেষ দিনটা কাটালাম। সমস্ত কৃতিত্ব অভিজিৎ মল্লিক ও মহাশ্বেতা মুখার্জীর। অভিজিৎ এর স্ত্রী পিয়ালী আর মহাশ্বেতা দি দুজনেই ওখানে সবার সাথে ভাইফোঁটা দিলেন। সত্যি বলছি মনে হচ্ছিল নিজের বাড়ির অনুষ্ঠানে আছি এতটাই ওনারা আন্তরিক।’
দূর্গাপুজোর আগেও সোনাগাছির বাসিন্দাদের জন্য নতুন জামা পৌঁছে গিয়েছিলেন ভাস্বর। সেখানকার ২০ জন যৌনকর্মীকে দেওয়া হয়েছিল শাড়ি। ১২০ জন খুদে পেয়েছিল পুজোর নতুন জামা। মায়ের নামে অপর্ণা ফাউন্ডেশন এবং বাগধারা নামে আরো একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কলকাতার সোনাগাছি অঞ্চলে পৌঁছেছিলেন ভাস্বর, পুজোর নতুন জামা নিয়ে।
যাদের ঘরের মাটি ছাড়া দূর্গা প্রতিমা তৈরিই হয় না তাদের সম্মান জানিয়ে পাশে থাকতে চেয়েছিলেন ভাস্বর। তার আগেও লকডাউন পরিস্থিতিতে যৌনকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন ভাস্বর। কালীঘাট, সোনাগাছি সহ অন্যান্য জায়গাতেও যৌনকর্মীদের সাহায্য করেছিলেন তিনি। পৌঁছে দিয়েছিলেন রেশন সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। অপর্ণা ফাউন্ডেশনের মাধ্যমে লকডাউনে বহু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ভাস্বর।
https://www.instagram.com/p/CV76NxQo8lY/?utm_medium=copy_link
প্রসঙ্গত, এই মুহূর্তে দুটি সিরিয়ালে অভিনয় করছেন ভাস্বর। শ্রীকৃষ্ণভক্ত মীরা এবং কাঞ্চি এই দুটি সিরিয়ালেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। পাশাপাশি উর্দু শেখা, রিল ভিডিও বানানো এসব নিয়েও দিব্যি সময় কেটে যাচ্ছে ভাস্বরের। পাশাপাশি সদ্য ‘স্ত্রীর পত্র’ ছবির আউটডোর শুটিং সেরে কলকাতায় ফিরেছেন তিনি। ভাস্বর ছাড়াও ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী, জয় সেনগুপ্ত, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী ঘোষরা।