মানবিক ভাস্বর, লকডাউনে উপার্জনহীন যৌনকর্মীদের সাহায‍্যের ইচ্ছাপ্রকাশ অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ‍্যা। এমতাবস্থায় সংক্রমণে রাশ টানতে গত রবিবার থেকে রাজ‍্যজুড়ে কার্যত লকডাউন (lockdown) শুরু হয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা ছাড়া আর কারোরই রাস্তায় বেরোনোর অনুমতি নেই। এমন অবস্থায় মাথায় হাত পড়েছে যৌনকর্মীদের।

অন‍্যান‍্য পেশার সঙ্গে যুক্ত মানুষদের মতোই তাদেরও এই লকডাউন পরিস্থিতিতে রোজগার একেবারেই বন্ধ। অথচ তাদের কথা ভাবারও বিশেষ কেউ নেই। সমাজে যে তারা এখনো ব্রাত‍্য। এই অসহয় মানুষগুলোর কথা ভেবেই তাদের জন‍্য কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ‍্যায় (bhaswar chatterjee)। ইতিমধ‍্যেই নিজের এনজিওর মাধ‍্যমে প্রান্তিক মানুষদের সহায়তায় হাত বাড়িয়েছেন তিনি। তাঁর সাহায‍্যের ডালি পৌঁছেছে সুদূর কাশ্মীরেও।

IMG 20210523 170903
অভিনেতার কথায়, যৌনকর্মীদের সাহায‍্য করার কেউ নেই। লকডাউনে তাদের উপার্জনও বন্ধ। সকলে যদি এগিয়ে আসেন তবে তিনি কালীঘাট, সোনাগাছি সহ অন‍্যান‍্য জায়গাতেও যৌনকর্মীদের সাহায‍্য করতে পারবেন। শুধু মাত্র নিউ আলিপুরেই সীমাবদ্ধ থাকতে রাজি নন ভাস্বর। গোটা কলকাতার মানুষকেই সাহায‍্য করতে চান তিনি।

ভাস্বর জানান, লকডাউন পরিস্থিতিতে কীভাবে শুরুটা করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। হঠাৎ করেই সুযোগটা চলে আসে। নিউ আলিপুর থেকে এক বন্ধু ডাকতেই উপস্থিত হয়ে যান তিনি। নিজের এনজিও অপর্ণা ফাউন্ডেশনের মাধ‍্যমে গরীব মানুষের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন ভাস্বর। শনিবার নিউ আলিপুর এলাকায় বস্তিবাসী প্রায় ৮০ জন‍ মানুষের জন‍্য ভরপেট খাবারের ব‍্যবস্থা করেন তিনি। নিজে হাতে খাবারও পরিবেশন করেন অভিনেতা।

সোশ‍্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ভাস্বর লিখেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদে আমার এনজিও অপর্ণা ফাউন্ডেশন আজ নিউ আলিপুরে ৮০ জনের জন‍্য খাবারের ব‍্যবস্থা করেছে। আমি পুরো সময়টা উপস্থিত ছিলাম। সমস্ত ব‍্যাপারটা খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সকলে মাস্ক পরে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়েছে।’

https://www.instagram.com/p/CPLpoEWAYMJ/?utm_medium=copy_link

পাশাপাশি কাশ্মীরে ক্রিকেটার সাইম মুস্তাফার ‘Faith’ এনজিওকেও অর্থ সাহায‍্য করেন ভাস্বর। তাঁর আফশোস, ধর্মীয় সংকীর্ণতার কারণে কাশ্মীরের দরিদ্র মানুষদের খোঁজ কেউ নেয় না। সাইম মুস্তাফার মাধ‍্যমে ভাস্বর তথা বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন কাশ্মীরবাসীরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর