বাদ পড়লেন একাধিক অভিজ্ঞ প্লেয়ার! ১৫ সদস্যের দল ঘোষণা করে চমকে দিল বাংলাদেশ

বাংলা হান্ট ডেস্ক: আগামী ৩ মে থেকে ঘরের মাঠে জিম্বাবোয়ের (Zimbabwe) বিপক্ষে ৫ ম্যাচের T20 সিরিজ খেলবে বাংলাদেশ (Bangladesh) দল। পাশাপাশি, ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথভাবে আয়োজিত T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) আগে নিজেদের প্রস্তুতি জোরদার করার অভিপ্রায় নিয়ে এই সিরিজে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য ২৯ এপ্রিল অর্থাৎ সোমবার ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে। যেখানে দুই অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত দলের অংশ হতে পারেননি। অপরদিকে, ২০২২ সালে শেষ T20 ম্যাচ খেলা মোহাম্মদ সাইফুদ্দিন দলে ফিরেছেন।

Bangladesh surprised by announcing a team of 15 members.

এই কারণে প্রথম ৩ T20 ম্যাচে দলে নেই সাকিব ও মুস্তাফিজুর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী ৩০ এপ্রিল সাকিব আল ঢাকায় ফিরে আসবেন। যার পরে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন এবং তারপরে তিনি জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজের শেষ ২ T20 ম্যাচের জন্য দলের অংশ হতে পারেন। এদিকে, IPL-এর ১৭ তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। ২ মে বাংলাদেশে ফিরবেন তিনি। এরপর এই সিরিজের শেষ ২ ম্যাচের জন্য দলে তাঁর অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে ফিটনেস পরীক্ষার ভিত্তিতে। মোহাম্মদ সাইফুদ্দিন ছাড়াও প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশ ঘোষিত দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, অলরাউন্ডার আফিফ হুসেন ও উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান।

আরও পড়ুন: “আর পাবে না সুযোগ”, বিশ্বকাপের আগেই এই ভারতীয় খেলোয়াড়ের ওপর চটে লাল শেহবাগ, কি এমন হল?

এদিকে, বাঁ-হাতি ওপেনার ব্যাটার তানজিদ প্রথমবারের মতো বাংলাদেশের T20 দলে জায়গা পেয়েছেন। এর আগে তিনি গত বছর ওয়ানডে ফরম্যাটে অভিষেক করেছিলেন এবং ১৫ টি ম্যাচ খেলেছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তানজিদের ফর্ম ছিল চমৎকার। এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে T20 সিরিজে অন্তর্ভুক্ত করা আনামুল হক, তাইজুল ইসলাম এবং মোহাম্মদ নাইম এই দলে জায়গা পাননি। অন্যদিকে সৌম্য সরকার এখনও হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি।

আরও পড়ুন: ৯ বছর পর সুযোগ, এই বিধ্বংসী প্লেয়ার যোগ দিতে পারেন টিম ইন্ডিয়ায়! নয়া ভাবনা BCCI-র

জিম্বাবোয়ের বিপক্ষে প্রথম ৩ টি T20 ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, তানভীর ইসলাম, পারভেজ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, জাকের আলী, মাহমুদুল্লাহ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর