পিত্তথলিতে পাথর জমে জীবনের ঝুঁকি! অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন ভাস্বর

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে হাসপাতালে দৌড়াদৌড়ি, অস্ত্রোপচারের পর এখন সম্পূর্ণ সুস্থ অভিনেতা ভাস্বর চট্টোপাধ‍্যায় (bhaswar chatterjee)। পিত্তথলিতে পাথর হয়েছিল তাঁর। এমনকি এর জন‍্য প্রাণসংশয়েরও সম্ভাবনা ছিল ভাস্বরের। তবে এখন তিনি বিপদ মুক্ত। হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছেন। আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন ভাস্বর।

সমস‍্যার সূত্রপাত গত ১৪ অগাস্ট। সংবাদ মাধ‍্যমকে অভিনেতা জানিয়েছেন, সেদিন রাতে হঠাৎ করেই বুকে প্রচণ্ড ব‍্যথা শুরু হয় তাঁর। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো হজমের গোলমালের জন‍্য এই ব‍্যথা। হজমের ওষুধও খেয়েছিলেন। কিন্তু ব‍্যথা কমেনি। টানা তিন ঘন্টা ব‍্যথা সহ‍্য করার পর অবশেষে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন ভাস্বর।

jpg 6 3
১৬ অগাস্ট ইউএসজি করান অভিনেতা। তাতে ধরা পড়ে তাঁর পিত্তথলিতে পাথর জমেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার করান। খুবই ভাল সময়ে অস্ত্রোপচার করিয়েছিলেন ভাস্বর। তাঁর পিত্তথলির পাথরে পচন ধরতে শুরু করেছিল। জীবনের ঝুঁকিও হতে পারত। বৃহস্পতিবার বাড়ি ফিরলেন ভাস্বর। এখন আর চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন তিনি।

চিকিৎসকরা আগামী দু সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন ভাস্বরকে। বন্ধ দৌড়ঝাঁপ, ভারী জিনিস তোলা, মাটিতে বসা। সেই সঙ্গে তেল মশলা হীন খাবার খেতে হবে কিছু দিন। এই কদিন ইন্ডাস্ট্রির সব সহকর্মীরাই নাকি ফোন করে খবরাখবর নিয়েছেন ভাস্বরের। খোঁজ নিয়েছেন প্রবীণ অভিনেত্রী মমতা শংকরও। এমনকি প্রাক্তন স্ত্রী নবমিতা চট্টোপাধ‍্যায়ও খবর নিয়েছেন বলে জানান ভাস্বর। আগামী সোমবার থেকে ফের শুটিং করবেন তিনি।

এই মুহূর্তে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ সিরিয়ালে নেগেটিভ চরিত্র ভৈরবনাথের ভূমিকায় অভিনয় করছেন তিনি। নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা বলেন, ভৈরবনাথ ছিলেন শাক্ত। অপরদিকে মীরা কৃষ্ণভক্ত, বৈষ্ণব। দুজনের মধ‍্যে তাই নিয়েই বিরোধ। এমন শাস্ত্রজ্ঞ, তেজী ব্রাহ্মণের চরিত্রে অভিনয় করতে নেহাত মন্দ লাগছে না ভাস্বরের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর