বাংলাহান্ট ডেস্ক : ২০২২ সালের পুরস্কার। কিন্তু ঘোষণা করা হল প্রায় এক বছর পরে। ইতিমধ্যেই, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার (Bhatnagar Prize) প্রাপকদের যে-তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে সাতটি বিভাগে ১২ জনের মধ্যে চার জনই বঙ্গসন্তান। আর সেই তালিকায় নাম উঠেছে মেদিনীপুরের (Medinipur) দেবব্রত মাইতির। আইআইটি বম্বের রসায়নের অধ্যাপক দেবব্রত।
দেবব্রতের গবেষণা কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর পারস্পরিক রাসায়নিক বন্ধন নিয়ে। দেবব্রতর হাত ধরেই সন্ধিগত মৌলের অনুঘটন ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনদায়ী ওষুধ তৈরী হচ্ছে। শুধু তাই নয়, কীটনাশক পর্যন্ত বিভিন্ন কিছুর উদ্ভাবনে দিশা দিচ্ছে তাঁর কাজ। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুর গ্রামের স্থানীয় কৃষি উচ্চ বিদ্যালয়ে দেবব্রতের পড়াশোনা।
আরোও পড়ুন : জম্মু কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, নিহত জওয়ান! দেশ রক্ষায় প্রাণ দিল সেনার কুকুর
পুরস্কারপ্রাপ্তির পরে তিনি বলেন, ‘‘বাবা-মা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বড় করে তুলেছেন। তার পরে স্নাতক স্তরের পড়াশোনার জন্য চলে যাই বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে।’’ তার পরে বম্বে আইআইটি থেকে স্নাতকোত্তর। আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিট অব টেকনোলজিতে গবেষণা সেরে দেশে ফিরে ২০১১ সালে বম্বে আইআইটিতে শিক্ষকতায় যোগদান।
আরোও পড়ুন : ‘আমাকে জেলে ঢোকানোর চেষ্টায় রাজ্যের খরচ হয়েছে ২৯৫ কোটি টাকা..’, বোমা ফাটালেন শুভেন্দু
ভাটনগর পুরস্কারের আগেও একাধিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে।২০১৩ সালে ন্যাশনাল আকাডেমি অব সায়েন্স থেকে তরুণ বিজ্ঞানীর প্লাটিনাম জুবিলি পুরস্কার পান তিনি। এর পর ওই সালেই থেইম কেমিস্ট্রি জার্নাল অ্যাওয়ার্ড দেওয়া হয় তাঁকে। ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স আকাডেমি থেকে আবার তরুণ বিজ্ঞানী পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ৪৫ বছর বয়সের কম এমন বিজ্ঞানীদের হাতে প্রতিবছরই এই পুরস্কার তুলে দেওয়া হয়। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিজ্ঞানীদের হাতে এই পুরস্কার তুলে দেয়। পুরস্কার হিসেবে সম্মাননাপত্রের সঙ্গে থাকে পাঁচ লাখ অর্থমূল্যের একটি পুরস্কারও। একই সঙ্গে দেওয়া হয় গবেষণাপত্রে বিশেষ উদ্ধৃতি বা সাইটেশনের স্বীকৃতি।