ভোটের পরেও উত্তপ্ত ভাটপাড়া, বোমাবাজিতে প্রাণ হারাল ১৯ বছরের কলেজ ছাত্র

বাংলাহান্ট ডেস্কঃ মোটামুটি নির্বিঘ্নে ভোট মিটলেও উত্তপ্ত হয়ে রয়েছে ভাটপাড়া (bhatpara)। সপ্তম দফা নির্বাচনের আগের রাতেই আবারও বোমার আওয়াজে কেঁপে উঠল ভাটপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের মতিভবন। রবিবার রাতের বোমাবাজিতে প্রাণ হারান ১৯ বছরের এক কলেজ ছাত্র।

জানা গিয়েছে, নির্বাচনের পরও ভাটপাড়া এলাকা এখনও শান্ত হয়নি। প্রতিদিনই কোন না কোন জায়গা থেকে সংঘর্ষের খবর প্রকাশ্যে আসছে। গত দুদিন ধরেই সেখানে বোমাবাজির ঘটনা বলেও অভিযোগ। এমনকি এই ঘটনার বিরুদ্ধে কারা আছে, এবং পুলিশের পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

BHATPARA POLICE

সূত্রের খবর, রবিবার রাতে ওই এলাকায় যখন বোমাবাজি চলছিল, তখন বছর ১৯ -এর স্নাতকের প্রথম বর্ষের ছাত্র অনুরাগ সাউ দেখতে গিয়েছিলেন কিসের আওয়াজ হচ্ছে বাইরে। ঠিক সেইসময় তাঁর গায়েই একটা বোমা এসে লাগায় মাটিতে লুটিয়ে পড়েন অনুরাগ সাউ।

ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ভাটপাড়া রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই আহত ছাত্রকে। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা জানান- ঘটনাস্থলেই মারা গিয়েছেন ওই ছাত্র। এই ঘটনায় আবারও নতুন করে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনার পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে কাঁকিনাড়াজুড়ে।


Smita Hari

সম্পর্কিত খবর