ফের বোমা বর্ষণ ভাটপাড়ায়, মৃত ২

 

বাংলা হান্ট ডেস্ক: ফের বোমা বর্ষণ ভাটপাড়ায়, মৃত্যু হল দু’জনের। জানা গেছে নিহতদের নাম মহম্মদ হালিম ও মহম্মদ মুস্তাক। এক মহিলা সহ তিনজন জখম হয়েছেন এই ঘটনায়। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখায় মৃতদেহ আটকে রেখে। এলাকায় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মোতায়েন করা হয়েছে জগদ্দল থানার পুলিশ ও RAF।

 

জানা গেছে, ভাটপাড়া আর্যসমাজে একটি বোমা ফাটে রাত 12টা নাগাদ। মহম্মদ হালিম সেসময় বসেছিলেন বাড়ির বাইরে। বোমার আঘাতেই মৃত্যু হয় তাঁর। তিনজন জখমও হন এই ঘটনায়। তাঁদের ভরতি করা হয় ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।

d63cd img 20190611 wa0007

নির্বাচনের সময় থেকেই উত্তপ্ত থাকা ভাটপাড়ায় শান্তি ফেরানো ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবার বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। এর জেরে এলাকায় ক্রমে বেড়েই চলেছে উত্তেজনা। এলাকায় পুলিশ ও RAF মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কী ভাবে বোমা ফাটল তা জানা যায়নি এখনও।

সম্পর্কিত খবর