অর্জুন গড়ে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে তুমুল অশান্তি! গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হলেন নেতা

বাংলা হান্ট ডেস্কঃ ফের অশান্ত ভাটপাড়া (Bhatpara)। তৃণমূল (Trinamool Congress) নেতাকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা এলাকায়। ইতিমধ্যেই আহত ব্যক্তিকে কলকাতার (Kolkata) হাসপাতলে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় থানার পুলিশ।

ঘটনার কেন্দ্রস্থল ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন ছকু সাউ গলি। গতকাল এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান শেষে সকলকে চমকে দিয়ে গুলি চলার ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র। এক্ষেত্রে গৌরব প্রসাদ নামে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীদের দল। পরবর্তীতে ভাটপাড়া সরকারি হাসপাতাল এবং এরপর কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় আহত তৃণমূল নেতাকে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮ টার সময় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান শেষে ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় একটি তৃণমূল পার্টি অফিসের নিকট ঘটে এ ঘটনা। সেই সময় পার্টি অফিসে বসেছিলেন তৃণমূল নেতা। পরবর্তীতে একটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী আসে এবং গৌরবের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরপরই গৌরবকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়ে পালায় তারা। আচমকা গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

গুলির শব্দ শুনে পার্টি অফিসের সামনে ছুটে আসে স্থানীয়রা এবং পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় গৌরব প্রসাদকে। স্থানীয় সূত্রে খবর, এরপরই তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া সরকারি হাসপাতালে এবং সেখানে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে শেষ পর্যন্ত কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

gun

উল্লেখ্য, অতীতেও একাধিক সময় হিংসার ছবি উঠে এসেছে ভাটপাড়া থেকে। এক্ষেত্রে এলাকাকে অশান্ত করে তোলার জন্য বিরোধী দলের তরফ থেকে এ সকল কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের। যদিও এক্ষেত্রে তৃণমূল নেতার উপর কারা হামলা চালালো কিংবা কি কারণে এই হামলা, সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা মেলেনি। তবে সম্পূর্ণ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস প্রশাসনের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর