বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের দিকে দিকে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার আগুন। প্রায়ই কোথাও না কোথাও সাম্প্রদায়িক সংঘর্ষের খবর শোনা যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় নজিরবিহীন ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায়।
লোকসভা নির্বাচনের পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে ভাটপাড়া এলাকা। মুড়ি মুরকির মত বোমাবর্ষণ হচ্ছে,সাধারণ জনজীবন এক প্রকার ব্যাহত।ভাটপাড়া থেকে কিছুটা দূরে নয়াবাজার এলাকার বেশিরভাগ বাসিন্দাই মুসলিম। সেখানেই রয়েছে একটি পুরনো শিব মন্দির। যেখানে সাম্প্রদায়িকতার ভোরে ঘুম উড়েছে অনেকের,সেখানে নিশ্চিন্তে দিনযাপন করছেন তুলসিপ্রসাদ।
তুলসীপ্রসাদ বলেন,এখানকার বেশিরভাগ মানুষ মুসলিম সম্প্রদায়ের কিন্তু আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি।